কলকাতা, 10 মার্চ: ফ্রান গঞ্জালেস ৷ মোহনবাগান সমর্থকদের কাছে নামটা পরিচিতই নয়, খুব কাছের ৷ সবুজ-মেরুনের সাম্প্রতিক সাফল্যের নেপথ্য নায়কদের মধ্যে প্রথম দিকে থাকবে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম ৷ প্রতিপক্ষের রক্ষণ সামলে গোল করার অভ্যাসে মোহনবাগানের সাফল্যের নায়ক হয়ে উঠেছিলেন তিনি ৷ সেই ফ্রান গঞ্জালেস ফিরে এলেন স্লাভকো দামজানোভিচের মধ্যে দিয়ে (Slavko Damjanovic is The Wall of ATK Mohun Bagan) ৷ মন্টেনেগ্রিনের ফুটবলার দলবদলের দ্বিতীয় উইন্ডোতে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছেন ৷
ব্র্যান্ডন হামিল, কার্ল ম্যাকহিউদের দাপুটে পারফরম্যান্সের ফাঁকে পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া নিশ্চিত ছিল না ৷ কিন্তু, চলতি আইএসএল-এর ফিরতি ডার্বি ছবিটা বদলে দিল ৷ ব্র্যান্ডন হামিল কার্ড সমস্যায় ছিটকে যেতেই জুয়ান ফেরান্দোর প্রথম একাদশে স্লাভকো ঢুকে পড়লেন ৷ সুযোগ পেলেও সবাই তা কাজে লাগাতে পারেন না ৷ যাঁরা পারেন, তাঁরা এগিয়ে যান সামনের দিকে ৷ যেমন স্লাভকো দামজানোভিচ ডার্বির মঞ্চে সুযোগকে কাজে লাগালেন ৷ যিনি ইস্টবেঙ্গল ম্যাচের আগে যে প্রথম একাদশে ছিলেন না ৷ তিনিই কোচ জুয়ান ফেরান্দোর ভরসা বর্তমানে ৷
ডার্বির আগে একটি ম্যাচে প্রথম থেকে সুযোগ পেয়েছিলেন স্লাভকো দামজানোভিচ ৷ সেইসময় প্রীতম কোটালের সঙ্গে অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলই ছিলেন জুয়ানের প্রথম পছন্দ ৷ আর তাই হঠাৎ পাওয়া চোদ্দ আনা সুযোগ কাজে লাগানো ছাড়া স্লাভকোর কোনও উপায় ছিল না ৷ আর ইস্টবেঙ্গল ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়ে সেদিন রক্ষণে নির্ভরতা দিলেনই না ৷ প্রথম গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ৷ স্বাভাবিকভাবেই পরবর্তী ম্যাচগুলিতে ওড়িশা এবং বৃহস্পতিবারের হায়দরাবাদ এফসি ম্যাচে তিনিই জুয়ান ফেরান্দোর আস্থার মাপকাঠি ৷