নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: ফ্লাশিং মেডোয় প্রথমবার খেতাব জিতে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম পকেটস্থ করলেন বিশ্বের পয়লা নম্বর ইগা সিয়নটেক ৷ প্রথম পোলিশ তারকা হিসেবে যুক্তরাষ্ট্র ওপেন জিতে নজির গড়লেন তিনি । আর জয়ের পর সিয়নটেকের প্রতিক্রিয়া ‘আকাশ ছুঁতে চাই’ (Sky is The Limit Says US Open Champion Iga Swiatek) ৷ এদিন যুক্তরাষ্ট্র ওপেনের সিঙ্গলসে তিউনিশিয়ার অনস জাবেউরকে 6-2, 7-6 (7-5) স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের প্রথম যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন সিয়নটেক ৷
এর আগে দু’টি ফরাসি ওপেন খেতাব রয়েছে সিয়নটেকের ঝুলিতে ৷ স্বভাবতই সিয়নটেকের পছন্দ ক্লে কোর্ট ৷ সেই ক্লে কোর্টের বাইরে বেরিয়ে এবার হার্ড কোর্টেও সফল হলেন তিনি ৷ গত একবছরে ফরাসি ওপেন এবং এবারের যুক্তরাষ্ট্র ওপেন-সহ মোট 7টি টুর্নামেন্ট জিতেছেন সিয়নটেক ৷ আর তারই ফলস্বরূপ বর্তমানে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা তিনি ৷ এই সাফল্যের পর ইগা সিয়নটেক জানিয়েছেন, "চলতি মরশুম শুরুর আগে আমি অনেক পরিশ্রম করেছিলাম ৷ তাই আমার মনে হয়েছিল এবার ডব্লু টি এ-র সবক’টি টুর্নামেন্টে ভালো ফল করব ৷ এমনকি আমি অস্ট্রেলিয়া ওপেনের সেমি-ফাইনালেও উঠেছিলাম ৷’’