পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shyam Thapa: এবারের 'মোহনবাগান রত্ন' কিংবদন্তি শ্যাম থাপা - মোহনবাগান দিবস

মোহনবাগান রত্ন পেতে চলেছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। করোনার ধাক্কা কাটিয়ে ফের জমকালো অনুষ্ঠানের মধ্যে হতে চলেছে এবারের মোহনবাগান দিবস। প্রথা মেনেই 29 জুলাই দেওয়া হবে মোহনবাগান রত্ন সম্মান। আর এবার এই পুরস্কার পাচ্ছেন শ্যাম থাপা (Shyam Thapa Gets Mohun Bagan Ratna This Year)।

Shyam Thapa
মোহনবাগান রত্ন পাচ্ছেন কিংবদন্তী শ্যাম থাপা

By

Published : Jul 7, 2022, 7:03 PM IST

Updated : Jul 7, 2022, 8:07 PM IST

কলকাতা, 7 জুলাই: 29 জুলাই মোহনবাগান দিবস। 1911 সালের এই দিনে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এই দিনটাকে স্মরণ করে 2001 সাল থেকে মোহনবাগান রত্ন প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে চূড়ান্ত নাম বেছে নেন কর্তারা। সেই নাম হল কিংবদন্তি শ্যাম থাপা (Shyam Thapa Gets Mohun Bagan Ratna This Year)৷ প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণে পুরস্কার পাচ্ছেন এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি।

বছর দুয়েক আগে মোহনবাগান রত্ন পাওয়া উচিত ছিল শ্যাম থাপার। এমনটাই মনে করেন প্রাক্তন ফুটবলারদের একাংশ। প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণে পুরস্কার পাচ্ছেন এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর স্মরণে পুরস্কার চালু করেছে মোহনবাগান। এবার শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিকের সম্মান পাচ্ছেন অশোক দাশগুপ্ত । পরপর দুই মরশুম আইলিগ নিজেদের দখলে রেখেছে কেরলের ক্লাব গোকুলাম কেরল এফসি। তাই প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের স্মরণে সেরা স্পোর্টস অফিসিয়াল পুরস্কার পেতে চলেছেন ভিসি প্রবীন। বাংলা দলের কোচ অরুণ লালের নামেও পুরস্কার দিচ্ছে মোহনবাগান। সেরা ক্রিকেটারের পুরস্কার দিচ্ছে সবুজ-মেরুন ক্লাব। এ বছর পীনান দত্তকে এই সম্মান দেওয়া হচ্ছে। সেরা ফুটবলার হিসেবে শিবদাস ভাদূরি অ্যাওয়ার্ড পাচ্ছেন লিস্টন কোলাসো। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন গোলরক্ষক বলাই দে।

'মোহনবাগান রত্ন' কিংবদন্তি শ্যাম থাপা

পুরস্কার প্রাপকদের নাম

  • সেরা অ্যাথলিট অ্যাওয়ার্ড প্রণব বন্দ্যোপাধ্যায়- বাপি সেন
  • সুভাষ ভৌমিক পুরস্কার- কিয়ান নাসিরি
  • সেরা ক্রীড়া সাংবাদিক মতি নন্দী অ্যাওয়ার্ড- অশোক দাশগুপ্ত
  • সেরা স্পোর্টস অফিসিয়াল অঞ্জন মিত্র পুরস্কার- ভিসি প্রবীন, গোকুলম কেরালা
  • সেরা ক্রিকেট খেলোয়াড় অরুন লাল অ্যাওয়ার্ড- পীনান দত্ত
  • সেরা ফুটবলার শিবদাস ভাদুড়ী অ্যাওয়ার্ড- লিস্টন কোলাস
  • লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাক্তন গোলরক্ষক বলাই দে
  • মোহনবাগান রত্ন- শ্যাম থাপা

আরও পড়ুন :চূড়ান্ত চুক্তি কবে ইস্টবেঙ্গলই জানে, ক্লাবের কোর্টে বল ঠেললেন ইমামি কর্ণধার

মোহনবাগান সমর্থক অনির্বাণ নন্দী, তিনি বর্তমানে অসুস্থ ৷ তাঁর পাশে রয়েছে ক্লাব। এমনটাই জানিয়ে দিলেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, "অনির্বাণ আমাদের ক্লাবের সমর্থক ও সদস্যও। ওনার বাড়িতে কেউই নেই। ওনার এমন একটা অসুখ হয়েছে যার জন্য ওনার একটা কিডনি প্রতিস্থাপন করতে হবে। পাশাপাশি রয়েছে একটি আইনগত ব্যাপারও ৷ তাই আমরা জানি, আইনগত কী ব্যাপার রয়েছে, কীভাবে এটা করতে হবে।" ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে মোহনবাগান দিবসের পরে 31 জুলাই প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রর স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত করতে চলেছে মোহনবাগান। বাগুইআটিতে হবে এই অনুষ্ঠান।

Last Updated : Jul 7, 2022, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details