কলকাতা, 7 জুলাই: 29 জুলাই মোহনবাগান দিবস। 1911 সালের এই দিনে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এই দিনটাকে স্মরণ করে 2001 সাল থেকে মোহনবাগান রত্ন প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে চূড়ান্ত নাম বেছে নেন কর্তারা। সেই নাম হল কিংবদন্তি শ্যাম থাপা (Shyam Thapa Gets Mohun Bagan Ratna This Year)৷ প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণে পুরস্কার পাচ্ছেন এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি।
বছর দুয়েক আগে মোহনবাগান রত্ন পাওয়া উচিত ছিল শ্যাম থাপার। এমনটাই মনে করেন প্রাক্তন ফুটবলারদের একাংশ। প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণে পুরস্কার পাচ্ছেন এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর স্মরণে পুরস্কার চালু করেছে মোহনবাগান। এবার শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিকের সম্মান পাচ্ছেন অশোক দাশগুপ্ত । পরপর দুই মরশুম আইলিগ নিজেদের দখলে রেখেছে কেরলের ক্লাব গোকুলাম কেরল এফসি। তাই প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের স্মরণে সেরা স্পোর্টস অফিসিয়াল পুরস্কার পেতে চলেছেন ভিসি প্রবীন। বাংলা দলের কোচ অরুণ লালের নামেও পুরস্কার দিচ্ছে মোহনবাগান। সেরা ক্রিকেটারের পুরস্কার দিচ্ছে সবুজ-মেরুন ক্লাব। এ বছর পীনান দত্তকে এই সম্মান দেওয়া হচ্ছে। সেরা ফুটবলার হিসেবে শিবদাস ভাদূরি অ্যাওয়ার্ড পাচ্ছেন লিস্টন কোলাসো। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন গোলরক্ষক বলাই দে।