পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sharath Kamal Wins Gold: বিদায়বেলায় উজ্জ্বল! টেবল টেনিস সিঙ্গলসে সোনা আনলেন শরথ কমল - Sharath Kamal

ব্রিটেনের লিয়াম পিচফোর্ডকে হারিয়ে কমনওয়েলথের ইতিহাসে (সিঙ্গলস) দ্বিতীয় সোনা জিতলেন বছর চল্লিশের কিংবদন্তি ৷ একইসঙ্গে চলতি গেমসে দ্বিতীয় সোনা শরথের (Sharath Kamal wins gold in mens singles TT at CWG 2022) ৷

Sharath Kamal Wins Gold
কমনওয়েলথের ইতিহাসে সিঙ্গলসে দ্বিতীয় সোনা শরথ কমলের

By

Published : Aug 8, 2022, 6:31 PM IST

Updated : Aug 8, 2022, 6:53 PM IST

বার্মিংহ্যাম, 8 অগস্ট: ব্যাডমিন্টনে হ্যাটট্রিকের পর এবার সোনা এল টেবল টেনিসে ৷ জি সাথিয়ানের সঙ্গে জুটি বেঁধে রবিবার ডাবলসে সোনা হাতছাড়া হলেও সোমবার সিঙ্গলসে সোনা ছিনিয়ে নিলেন অচন্ত্য শরথ কমল ৷ ব্রিটেনের লিয়াম পিচফোর্ডকে হারিয়ে কমনওয়েলথের ইতিহাসে (সিঙ্গলস) দ্বিতীয় সোনা জিতলেন বছর চল্লিশের কিংবদন্তি ৷ 4-1 ব্যবধানে ঘরের ছেলেকে হারিয়ে চলতি গেমসে দ্বিতীয় সোনা চলে এল শরথের ঝুলিতে (Sharath Kamal wins gold in mens singles TT at CWG 2022) ৷

সৃজা আকুলার সঙ্গে জুটিতে মিক্সড ডাবলসে এর আগে চলতি বার্মিংহ্যাম গেমসে সোনা জিতেছেন চেন্নাইজাত প্যাডলার ৷ একই ইভেন্টে ব্রোঞ্জ এল জি সাথিয়ানের হাত ধরে ৷ সাথি 2006 মেলবোর্ন কমনওয়েলথে প্রথম সিঙ্গলসে স্বর্ণপদক প্রাপ্তি হয়েছিল শরথের ৷ 16 বছর বাদে কমনওয়েলথ গেমসে তাঁর শেষ ম্যাচে ফের পোডিয়ামের মধ্যমণি হয়ে নজির গড়লেন শরথ ৷ প্রথম গেম হারলেও পরবর্তীতে টানা চারটি গেম জিতে ফাইনালে ফেভারিট পিচফোর্ডকে পালটা দিলেন তিনি ৷ কারণ পুরুষ ডাবলসেও গতকাল তাঁর প্রতিপক্ষ হিসেবে ছিলেন ব্রিটেনের প্যাডলার ৷

আরও পড়ুন:পিছিয়ে পড়েও সোনালি প্রত্যাবর্তন, সিন্ধুর পর কমনওয়েলথে 'লক্ষ্য'ভেদ করলেন সেন

ক্রমতালিকায় 20 নম্বরে থাকা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে 11-13 ব্যবধানে হাড্ডাবহাড্ডি প্রথম গেম হারেন 39 নম্বরে থাকা শরথ কমল ৷ কিন্তু পরবর্তী চার গেমে ভারতীয় প্যাডলার জিতলেন 11-7, 11-2, 11-5, 11-8 ব্যবধানে ৷ সেইসঙ্গে কমনওয়েলথের ইতিহাসে সর্বমোট 13টি পদক জিতে গেমসকে বিদায় জানাতে চলেছেন ভারতীয় টেবল টেনিসের পোস্টার বয় ৷ যার মধ্যে বার্মিংহ্যাম গেমস থেকেই 2টি সোনা-সহযোগে 3টি পদক ৷

শরথ কমলকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "অসামান্য প্রতিভার অধিকারী শরথ কমলকে কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সোনাজয়ের অভিনন্দন ৷ তোমার ধারাবাহিকতাই তোমাকে দেশের স্পোর্টস আইকন বানিয়েছে ৷ তোমার কারণে পোডিয়ামে তেরঙ্গা ওড়ায় সমগ্র দেশ আজ উচ্ছ্বসিত ৷"

Last Updated : Aug 8, 2022, 6:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details