নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর :অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (All India Football Federation) মহাসচিব পদে নিয়োগ করা হল সাজি প্রভাকরণকে (Shaji Prabhakaran) ৷ তিনি দিল্লি ফুটবলের সভাপতি ৷ আর দীর্ঘদিন ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷
গতকাল শুক্রবারই এআইএফএফ (AIFF)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ৷ সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কল্যাণ চৌবে (Kalyan Chaubey) ৷ তার পর সাজি প্রভাকরণের নিয়োগ কার্যত নিশ্চিত ছিল বলে জানা যাচ্ছে ৷
শনিবার এআইএফএফের নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠক হয় ৷ সভাপতিত্ব করেন কল্যাণ চৌবে ৷ সেখানেই সাজি প্রভাকরণের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কল্যাণই সাজির নাম প্রস্তাব করেন ৷ তার পর সব সদস্যই তাতে সম্মতি জানান ৷