পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shaji Prabhakaran: এআইএফএফ-এর নতুন মহাসচিব দিল্লির সাজি প্রভাকরণ - সাজি প্রভাকরণ

শুক্রবার এআইএফএফ (AIFF) এর নতুন কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে ৷ ভোটে জিতে সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey) ৷ শনিবার এআইএফএফ-এর মহাসচিব হিসেবে নিয়োগ করা হল সাজি প্রভাকরণকে (Shaji Prabhakaran) ৷

Shaji Prabhakaran appointed new secretary general of AIFF
Shaji Prabhakaran: এআইএফএফ-এর নতুন মহাসচিব দিল্লির সাজি প্রভাকরণ

By

Published : Sep 3, 2022, 7:00 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর :অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (All India Football Federation) মহাসচিব পদে নিয়োগ করা হল সাজি প্রভাকরণকে (Shaji Prabhakaran) ৷ তিনি দিল্লি ফুটবলের সভাপতি ৷ আর দীর্ঘদিন ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷

গতকাল শুক্রবারই এআইএফএফ (AIFF)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ৷ সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কল্যাণ চৌবে (Kalyan Chaubey) ৷ তার পর সাজি প্রভাকরণের নিয়োগ কার্যত নিশ্চিত ছিল বলে জানা যাচ্ছে ৷

শনিবার এআইএফএফের নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠক হয় ৷ সভাপতিত্ব করেন কল্যাণ চৌবে ৷ সেখানেই সাজি প্রভাকরণের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কল্যাণই সাজির নাম প্রস্তাব করেন ৷ তার পর সব সদস্যই তাতে সম্মতি জানান ৷

এআইএফএফ-এর সাংগঠনিক রদবদল নিয়ে সরব হয়েছিলেন ৷ কিন্তু ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার কার্যনির্বাহী কমিটির কোনও পদে তিনি লড়েননি ৷

এদিকে এইআইএফএফ-এর 85 বছরের ইতিহাসে এই প্রথম কোনও ফুটবলার সভাপতি হয়েছেন ৷ এদিন সেই সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘‘এই প্রথমবার সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটিতে ছ’জন প্রতিনিধি রাখা হয়েছে ৷ আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে ৷ ভারতীয় ফুটবলের অগ্রগতিতে কারও ব্যক্তিগত মতামত যেন বাধা হয়ে না দাঁড়ায় ৷ নিয়ম মেনে সময়মতো কাজ শেষ করতে আমরা দায়বদ্ধ ৷’’

আরও পড়ুন :ফুটবলের কল্যাণে তিন মাসের মধ্যে ফিফায় রূপরেখা দিতে চান নয়া এআইএফএফ সভাপতি

ABOUT THE AUTHOR

...view details