পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wrestlers on WFI: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ! কাঠগড়ায় ফেডেরেশন সভাপতি ও কোচরা - রেসলিং ফেডেরেশনে মেয়েদের যৌন হেনস্থা

রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মেয়েদের যৌন হেনস্থা (Sexual Harassment Allegation in WFI) করার অভিযোগ করলেন ভিনেশ ফোগত এবং সাক্ষী মালিকরা ৷ সেই সঙ্গে পুরো ফেডেরেশনের বর্তমান ম্যানেজমেন্টকে বহিষ্কারের দাবি তুলেছেন তাঁরা ৷

Sexual Harassment Allegation Against WFI President and Coaches ETV BHARAT
Sexual Harassment Allegation Against WFI President and Coaches

By

Published : Jan 18, 2023, 7:38 PM IST

Updated : Jan 18, 2023, 8:15 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ৷ এদিন যন্তর মন্তরে বিক্ষোভকারী অলিম্পিয়ান কুস্তিগীর ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা এই অভিযোগ করেছেন ৷ সেখানেই ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, সভাপতি ব্রিজভূষণ শরণ সিং মেয়েদের যৌন হেনস্থা করেন (Sexual Harassment Allegation Against WFI President)৷ এমনকি তিনি টোকিয়ো অলিম্পিক্সে হারের পর ভিনেশ ফোগতকে ‘খোটা সিক্কা’ (Khota Sikka) বলে অপমান করার অভিযোগও উঠেছে ৷

পাশাপাশি, ফেডেরেশনের প্রিয় যে সব কোচ রয়েছেন, তাঁরা মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ আচরণ করেন ৷ এমনকি, মহিলা কোচদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা ৷ এদিন তাঁদের এই বিক্ষোভে সামিল হয়েছে অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া ৷ দিল্লির যন্তর-মন্তরে এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে ভিনেশ ফোগত বলেন, ‘‘কোচেরা মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেন ৷ আর কিছু কোচ রয়েছেন যাঁরা ফেডেরেশনের প্রিয়, তাঁরা অনেক মহিলা কোচের সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ ডব্লিউএফআই সভাপতি নিজে অনেক মেয়েকে যৌন হেনস্থা করেছেন ৷’’

ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, ‘‘টোকিও অলিম্পিক্সে আমার হারের পর, ফেডেরেশন সভাপতি ‘খোটা সিক্কা’ বলেছিলেন ৷ ফেডেরেশন আমার উপর মানসিকভাবে নির্যাতন চালিয়েছে ৷ আমি রোজ নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতাম ৷ কোনও কুস্তিগীরের সঙ্গে কোনও ঘটনা ঘটলে, তার জন্য দায়ী থাকবেন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ৷’’ এরপর তিনি এও অভিযোগ করেছেন, ফেডেরেশন তাঁদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করছে ৷

এক কুস্তিগীর অভিযোগ করেছেন, তাঁরা যখন অলিম্পিক্সে গিয়েছিলেন, সেই সময় তাঁদের সঙ্গে কোনও ফিজিও ছিলেন না ৷ তাঁরা এনিয়ে প্রতিবাদ করলে, ফেডেরেশনের তরফে তাঁদের হুমকি দেওয়া হয়েছে ৷ ভিনেশদের পাশে দাঁড়িয়ে বজরং পুনিয়া দাবি করেছেন, ফেডেরেশনের পুরো ম্যানেজমেন্টকে বহিষ্কার করা হোক এবং তার জায়গায় নতুন করে নির্বাচনের মাধ্য়মে কমিটি গঠন করা হোক ৷

আরও পড়ুন:যন্তর মন্তরে বিক্ষোভে কুস্তিগীররা, ফেডেরেশনের স্বৈরাচারিতা বরদাস্ত না-করার হুঁশিয়ারি

তবে, এই সব অভিযোগ অস্বীকার করেছেন ফেডেরেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ তিনি বলেন, ‘‘ফেডেরেশনে কোনও যৌন হেনস্থার ঘটনা ঘটেনি ৷ যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে ওরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক ৷’’ ভিনেশ ফোগতের অভিযোগের প্রেক্ষিতে ব্রিজভূষণ এদিনও কার্যত তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন ৷ বলেন, ‘‘আমি ভিনেশ ফোগতকে প্রশ্ন করতে চাই, কেন অলিম্পিক্সে একটি কোম্পানির লোগো দেওয়া জার্সি পরেছিলেন তিনি ? হারের পর আমি কেবলমাত্র তাঁকে উৎসাহ জুগিয়েছি ও মনোবল বাড়িয়েছি ৷’’

তবে, যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিং বলেন, ‘‘যৌন হেনস্থা একটা বড় অভিযোগ ৷ আমি কীভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেখানে আমার নিজের নাম এর মধ্যে টেনে আনা হয়েছে ৷ আমি সবরকম তদন্তের জন্য প্রস্তুত রয়েছি ৷’’ কুস্তিগীরদের এই অভিযোগের পর, দেশের ক্রীড়ামহলে হইচই পড়ে গিয়েছে ৷ বিষয়টি নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার ৷

Last Updated : Jan 18, 2023, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details