নয়াদিল্লি, 18 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ৷ এদিন যন্তর মন্তরে বিক্ষোভকারী অলিম্পিয়ান কুস্তিগীর ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা এই অভিযোগ করেছেন ৷ সেখানেই ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, সভাপতি ব্রিজভূষণ শরণ সিং মেয়েদের যৌন হেনস্থা করেন (Sexual Harassment Allegation Against WFI President)৷ এমনকি তিনি টোকিয়ো অলিম্পিক্সে হারের পর ভিনেশ ফোগতকে ‘খোটা সিক্কা’ (Khota Sikka) বলে অপমান করার অভিযোগও উঠেছে ৷
পাশাপাশি, ফেডেরেশনের প্রিয় যে সব কোচ রয়েছেন, তাঁরা মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ আচরণ করেন ৷ এমনকি, মহিলা কোচদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা ৷ এদিন তাঁদের এই বিক্ষোভে সামিল হয়েছে অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া ৷ দিল্লির যন্তর-মন্তরে এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে ভিনেশ ফোগত বলেন, ‘‘কোচেরা মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেন ৷ আর কিছু কোচ রয়েছেন যাঁরা ফেডেরেশনের প্রিয়, তাঁরা অনেক মহিলা কোচের সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ ডব্লিউএফআই সভাপতি নিজে অনেক মেয়েকে যৌন হেনস্থা করেছেন ৷’’
ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, ‘‘টোকিও অলিম্পিক্সে আমার হারের পর, ফেডেরেশন সভাপতি ‘খোটা সিক্কা’ বলেছিলেন ৷ ফেডেরেশন আমার উপর মানসিকভাবে নির্যাতন চালিয়েছে ৷ আমি রোজ নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতাম ৷ কোনও কুস্তিগীরের সঙ্গে কোনও ঘটনা ঘটলে, তার জন্য দায়ী থাকবেন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ৷’’ এরপর তিনি এও অভিযোগ করেছেন, ফেডেরেশন তাঁদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করছে ৷