পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SC Removes Praful Patel : এআইএফএফ থেকে প্রফুল প্যাটেলকে সরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের - SC Removes Praful Patel from AIFF

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation) বা এআইএফএফ-এ দীর্ঘদিন সভাপতি হিসেবে কাজ করছেন এনসিপি নেতা প্রফুল প্যাটেল (NCP Leader Praful Patel) ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল ৷ এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ সেই মামলাতেই তাঁকে সভাপতির পদ থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (SC Removes Praful Patel from AIFF) ৷

sc-removes-praful-patel-from-aiff
SC Removes Praful Patel : এআইএফএফ থেকে প্রফুল প্যাটলকে সরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

By

Published : May 18, 2022, 3:34 PM IST

Updated : May 18, 2022, 8:42 PM IST

নয়াদিল্লি, 18 মে :আদালতের নজরদারিতে কি এবার ভারতীয় ফুটবলের প্রশাসনিক স্তরে শুদ্ধিকরণ হবে ? বুধবার সুপ্রিম কোর্টের একটি নির্দেশে তেমনই ইঙ্গিত মিলল ৷ এদিন শীর্ষ আদালত এআইএফএফ (All India Football Federation)-এর সভাপতি পদ থেকে প্রফুল প্যাটেলকে সরানোর নির্দেশ দিয়েছে (SC Removes Praful Patel from AIFF) ৷ পরিবর্তে ভারতীয় ফুটবলের এই নিয়ামক সংস্থা চালাতে প্রশাসক নিয়োগ করেছে ৷

এর আগে ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা আনতে একই পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট ৷ সেখানেও প্রশাসক নিয়োগ করে নানা সংস্কারের কাজ চলেছে ৷ এবার ফুটবলেও সেই দিকনির্দেশ দিল শীর্ষ আদালত ৷ বুধবার আদালতের তরফে তিন সদস্যের একটি প্রশাসনিক কমিটি তৈরি করে দেওয়া হয়েছে ৷ সেই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিল দাভে, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়কে রাখা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-এ দীর্ঘদিন সভাপতি হিসেবে কাজ করছেন এনসিপি নেতা প্রফুল প্যাটেল (NCP Leader Praful Patel) ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল ৷ এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ সেই মামলাতেই তাঁকে সভাপতির পদ থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷

এই নিয়ে এআইএফএফের কর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ তবে সূত্রের খবর, এই নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি ৷

আরও পড়ুন :AFC Cup 2022 : যুবভারতীতে নৌকাডুবি, হেরে এএফসি কাপ অভিযান শুরু বাগানের

Last Updated : May 18, 2022, 8:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details