পানাজি, 6 ফেব্রুয়ারি : শেষ দুই সাক্ষাতে ওড়িশার কাছে একডজন গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল ৷ তৃতীয় সাক্ষাতে সেই স্মৃতি ভুলতে মরিয়া মারিও রিভেরার ছেলেরা (SC East Bengal desperate to beat Odisha FC) ৷ ডার্বিতে লজ্জার হারের পর শেষ ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াইয়ে ফিরেছে ইস্টবেঙ্গল ৷ শেষ মুহূর্তে হামতের গোলে এক পয়েন্ট পেয়েছে পদ্মাপাড়ের ক্লাব ৷
এবার ওড়িশা ম্য়াচ থেকেই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর রসদ খুজছে ইস্টবেঙ্গল । ওড়িশার কাছে এক ডজন গোল খেলেও মোট নয় গোল করেছে তাঁরা ৷ সেই পরিসংখ্যানে ভর করেই তৃতীয় ম্যাচে বাজিমাতের ছক কষছে মারিও রিভেরার ছেলেরা ।
মূলত সেটপিস এবং রক্ষণ-আক্রমনভাগের মধ্যে বোঝাপড়ায় জোর দিয়েছেন কোচ । আইএসএলে ইস্টবেঙ্গলের আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি রয়েছে ৷ লাল-হলুদের হেডস্যার বলেন, ‘‘চেন্নাইয়িনের বিরুদ্ধে বিরতির পরে আমাদের দলের পারফরম্যান্স অন্যতম সেরা । একইভাবে ডার্বিতেও প্রথমার্ধের পারফরম্যান্সে ছেলেরা বুঝিয়েছে তাঁরাও পারে ৷’’
সোমবারের ম্যাচে মারিও প্রথমবার পুরো ফিট দলকে পাচ্ছেন । ফলে হাতে বিকল্প নিয়ে ভাবনার কারণ নেই । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দশ নম্বরে রয়েছে দল । এখন পাখির চোখ সামনের পাঁচটি ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ । ওড়িশা এফসির বিরুদ্ধে সেই পরিকল্পনা রূপায়নের প্রথম ধাপ বাস্তবায়ন করতে চায় টিম । যদিও প্রতিপক্ষ ওড়িশা সম্বন্ধে সমীহর সুর লাল-হলুদ কোচের গলায় । বললেন, ‘‘ওড়িশা দল হিসেবে যথেষ্ট শক্তিশালী । প্রতিটি বলের পেছনে দলগত লড়াই দেয় । তাই ওদের চমকে দেওয়া কঠিন । লা-লিগায় খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলাররা থাকায় দল শক্তিশালী । উইঙ্গাররা যথেষ্ট দ্রুত আক্রমণে ওঠে । ফলে আমাদের সতর্ক থাকতে হবে ।’’
আরও পড়ুন : ATKMB vs Hyderabad FC : চোট সারিয়ে হায়দরাবাদ ম্যাচে ফিরছেন রয় কৃষ্ণা
এসসি ইস্টবেঙ্গলের আক্রমনভাগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলোর পারফরম্যান্স এখনও নজর কাড়তে ব্যর্থ । তবে তাঁকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন কোচ । মারিও বলছেন, ‘‘মার্সেলো দারুণ পরিশ্রম করছে । সুযোগ তৈরি করছে । দলের প্রতিটি আক্রমণে অংশ নিয়েছে । তাই গোলসংখ্যায় ওঁকে বিচার করা ঠিক হবে না । দলের আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য মার্সেলো ।"