লুসেলি, 22 নভেম্বর: ইন্দ্রপতন ! বিশ্বকাপের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লিও মেসির আর্জেন্তিনা (Argentina) । এশিয়ার দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে অভিযান শুরু করেছে লা আলবেসেলেস্তা । যা চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে । একই সঙ্গে একগুচ্ছ রেকর্ড ভাঙা-গড়ারও সাক্ষী থাকল লুসেলি স্টেডিয়াম ।
ইতিহাস বলছে, 1958 বিশ্বকাপে পশ্চিম জার্মানির কাছে 3-1 গোলে হেরেছিল আর্জেন্তিনা । তারপর থেকে প্রথমে গোল করে বিশ্বকাপে আর কোনও ম্যাচে হারেনি নীল-সাদা ব্রিগেড । সেই রেকর্ড ভাঙল অপেক্ষাকৃত দুর্বল সৌদির কাছে হেরে । গ্রিন ফ্যালকন'দের দাপটে এদিন আর্জেন্তিনা মুখ থুবড়েই পড়েনি, থেমেছে 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও । 2019 সাল থেকে আর্জেন্তিনার জয়যাত্রার শুরু । টানা 38 ম্যাচ (2টি বাতিল হয়েছে) পর হারের সন্মুখীন হল মেসির আর্জেন্তিনা । যদিও এদিন নয়া রেকর্ড গড়েছেন আর্জেন্তাইন মহাতারকা । 4টি বিশ্বকাপ (2006, 2014, 2018, 2022) গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি । পিছনে ফেলেছেন মারাদোনা, বাতিস্তুতাদের । যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি।