পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং' - সৌদি আরব

হেরে অভিযান শুরু করেছে লা আলবেসেলেস্তা । একই সঙ্গে হাতছাড়া হয়েছে একগুচ্ছ রেকর্ডও । যদিও এদিনই নয়া রেকর্ড গড়েছেন আর্জেন্তাইন মহাতারকা । 4টি বিশ্বকাপ (2006, 2014, 2018, 2022) গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি ।

Etv Bharat
মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'

By

Published : Nov 22, 2022, 8:49 PM IST

লুসেলি, 22 নভেম্বর: ইন্দ্রপতন ! বিশ্বকাপের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লিও মেসির আর্জেন্তিনা (Argentina) । এশিয়ার দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে অভিযান শুরু করেছে লা আলবেসেলেস্তা । যা চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে । একই সঙ্গে একগুচ্ছ রেকর্ড ভাঙা-গড়ারও সাক্ষী থাকল লুসেলি স্টেডিয়াম ।

ইতিহাস বলছে, 1958 বিশ্বকাপে পশ্চিম জার্মানির কাছে 3-1 গোলে হেরেছিল আর্জেন্তিনা । তারপর থেকে প্রথমে গোল করে বিশ্বকাপে আর কোনও ম্যাচে হারেনি নীল-সাদা ব্রিগেড । সেই রেকর্ড ভাঙল অপেক্ষাকৃত দুর্বল সৌদির কাছে হেরে । গ্রিন ফ্যালকন'দের দাপটে এদিন আর্জেন্তিনা মুখ থুবড়েই পড়েনি, থেমেছে 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও । 2019 সাল থেকে আর্জেন্তিনার জয়যাত্রার শুরু । টানা 38 ম্যাচ (2টি বাতিল হয়েছে) পর হারের সন্মুখীন হল মেসির আর্জেন্তিনা । যদিও এদিন নয়া রেকর্ড গড়েছেন আর্জেন্তাইন মহাতারকা । 4টি বিশ্বকাপ (2006, 2014, 2018, 2022) গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি । পিছনে ফেলেছেন মারাদোনা, বাতিস্তুতাদের । যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি।

ফুটবল বিশ্ব এই ম্যাচকে অঘটন বললেও অনেকেই তা মানতে নারাজ । তার একমাত্র কারণ হারভে রেনার্ড । ফ্রান্সে জন্মগ্রহণকারী রেনার্ড জাম্বিয়াকে 2012 আফ্রিকা কাপ অফ নেশনস জেতাতে অন্যতম ভূমিকা নিয়েছিলেন । তাঁর মস্তিষ্কের জোরেই 2015 আফ্রিকা কাপ অফ নেশনস জেতে আইভরি কোস্ট । তার জাদুতেই এবার 'জায়ান্ট কিলার'-এর তকমা এল আরবের ঝুলিতে ।

সৌদি আরবের কোচ হারভে রেনার্ড

আরও পডুন: মরুঝড়ে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্তিনার

এই নিয়ে ষষ্টবার বিশ্বকাপে নেমেছে সৌদি আরব । 1994 সালে শেষ 16-এ পৌঁছেছিল মরুদেশ । তারপর এবার আর্জেন্তিনাকে হারিয়ে চমক দিল তারা । যদিও ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যাবে, সারা ম্যাচেই দাপিয়ে খেলেছে সৌদির ছেলেরা । শুরুতে আর্জেন্তিনা ম্যাচের দখল নিলেও একের পর এক গোল বাতিলে ক্রমশ ব্যাকফুটে চলে গেলেন মেসিরা । অন্যদিকে সালেহ আলশেহরি গোল করার পর থেকেই ম্যাচের রাশ হাতে নিল সবুজ ব্রিগেড । তেকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন মহম্মদ আলওয়াইসি । ফলে কাতারে ইতিহাসে উঠল সৌদি ।

ABOUT THE AUTHOR

...view details