দুবাই, 24 জুলাই:মরুদেশে ক্রমশ বাড়ছে ফুটবল ম্যানিয়া ৷ তারমধ্যেই এবার কিলিয়ান এমবাপের জন্য রেকর্ড দর হাঁকল সৌদি আরব প্রো-লিগের ক্লাব আল-হিলাল ৷ বিশ্বকাপজয়ী তারকাকে বার্ষিক 332 মিলিয়ন ইউরোর অফার দিয়েছে ‘দ্য বসেস’ ৷ সৌদিতে যাওয়ার জোয়ারে গা ভাসালে রোনাল্ডোর থেকে 132 মিলিয়ন ইউরো বেশি পারিশ্রমিকে মরুদেশে আলপনা আঁকবেন এমবাপে ৷
শুরুটা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তারপর থেকে বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদের গন্তব্য সৌদি আরব ৷ করিম বেঞ্জেমা, এনগোলো কন্তে, মার্সেলো ব্রোজোভিচ, রবার্তো ফিরমিনহো... সংখ্যাটা ক্রমশ বাড়ছে ৷ শুধুই কি ফুটবলার ? আল-ইত্তেফাকের হেডস্যরের চেয়ারে বসেছেন স্টিফেন জেরার্ডের মতো হেভিওয়েট ৷ দলবদলের বাজারে খবর, আল-হিলাল অফার দিয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ৷ এমবাপেকে বিশাল অঙ্কের প্রস্তাব দিল ফাহাদ বিন নাফেলের ক্লাব ৷
এখনও পর্যন্ত মরুদেশে যাওয়া ফুটবলারদের বেশিরভাগের কেরিয়ারই অস্তাচলে ৷ রোনাল্ডো, বেঞ্জেমারা যাবতীয় সাফল্য ঝুলিতে পুরেই সৌদিতে পাড়ি দিয়েছেন বলা যায় ৷ অন্যদিকে কন্তে বা ফিরমিনহো কেরিয়ারের মধ্যগগনে থাকলেও তাঁরা এমবাপের মতো সাফল্য বা দাপট কোনওটাই দেখাতে পারেননি ৷ ফলে আল-হিলালের প্রস্তাবে রাজি হলে সৌদির প্রো-লিগের সবচেয়ে বড় নাম হবেন ফরাসি তারকা ৷