পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Satwik-Chirag: এশিয়াডে সোনা জিতে ব়্যাংকিংয়ে 1 নম্বরে, ঐতিহাসিক কীর্তি 'সা-চি' জুটির

Satwik-Chirag Create History: গত 7 অক্টোবর শেষ হয়েছে 2023 এশিয়ান গেমস ৷ তার আগের দিন হ্যাংঝাউ থেকে দেশকে এশিয়াডে প্রথম সোনা দিয়েছে সাত্বিক-চিরাগ জুটি ৷ আর এশিয়ান গেমসে পুরুষদের ডাবলসে ঐতিহাসিক সোনা জিতে ভারতীয় জুটি বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনে শীর্ষস্থানটি দখল করেছে ৷

এশিয়াডে প্রথম সোনা দিয়েছে সাত্বিক ও চিরাগ জুটি
Satwik and Chirag

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর:এশিয়ান গেমসের মঞ্চে এতদিন ব্যাডমিন্টন কোর্টে ভারত যা করে দেখাতে পারেনি, তাই হ্যাংঝাউয়ে করে দেখিয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। পুরুষদের ডাবলসে প্রথম ভারতীয় জুটি হিসেবে এশিয়ান গেমসের মঞ্চে সোনা জিতেছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে নজির গড়েছেন তাঁরা। সেই ফলাফলে ভর করেই তাঁরা হয়ে গেলেন বিশ্বসেরা ৷ দক্ষিণ কোরিয়ার চোই সোলগিউ এবং কিম ওনহোকে স্ট্রেট গেমে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জয়ের পর ব়্যাংকিংয়ে পয়লা নম্বরে উঠে এলেন দু'জনে ৷

সাত্ত্বিক এবং চিরাগ এখন এই বছর 18 টি টুর্নামেন্ট থেকে 92 হাজার 411 পয়েন্ট সংগ্রহ করেছেন ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান এবং মোহাম্মদ রিয়ান আরদিয়ান্তো ৷ তাঁরা 2000 পয়েন্ট পিছিয়ে রয়েছে সা-চি'র থেকে ৷ আর এতেই ইতিহাসের পাতায় সাত্বিক-চিরাগরা। কীভাবে ইতিহাস গড়তে হয় জানতে চাইলে হাসতে হাসতে উত্তর দেবেন সাত্বিক-চিরাগ। বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় ডাবলসে সা-চি জুটি এশিয়াডের সোনা জয়ের আগে তাঁরা ছিল 3 নম্বরে।

তাঁরা হ্যাংঝাউ গেমসে বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় ডাবলসে 15 নম্বরে থাকা চৌই ও কিমকে হারিয়েছেন। প্রতিপক্ষ কোরিয়ান জুটিকে রীতিমতো মেপে খেলছিলেন সাত্বিক-চিরাগ। প্রথম গেমে একটা সময় কোরিয়ানরা 7-9 এগিয়ে গিয়েছিল। সেখান থেকে সাত্বিকরা পরপর পয়েন্ট তুলে নিয়ে স্কোর 13-13 করেন। এরপর কোরিয়ান শাটলার কিম 2 পয়েন্ট তুলে নেয়। চিরাগ এরপর ব্যবধান বাড়িয়ে 19-18 করেন। এরপর প্রথম গেম শেষ হয় 21-48'তে। দ্বিতীয় গেমে একটু স্ট্র্যাটেজি বদল করেন সাত্বিক-চিরাগ। শেষ পর্যন্ত 21-16 ব্যবধানে দ্বিতীয় গেমটাও জিতে নেন ভারতীয় শাটলাররা।

1982 সালের এশিয়ান গেমসে লেয়র-প্রদীপ জুটির হাত ধরে ব্রোঞ্জ এসেছিল ভারতে। এই প্রথম এশিয়াডে ব্যাডমিন্টনে সোনা ফলিয়েছেন সাত্বিক-চিরাগ। সা-চি জুটি এশিয়ান গেমসে সোনা জেতায় এটিই ভারতের এশিয়াডে ব্যাডমিন্টনের সেরা পারফরম্যান্স। এ বার হ্যাংঝাউতে পুরুষদের ডাবলসে 1টি সোনা, পুরুষদের টিম ইভেন্টে 1টি রুপো এবং পুরুষদের সিঙ্গলস থেকে 1টি ব্রোঞ্জ এসেছে। এর আগে জাকার্তা গেমস থেকে ভারতে 1টি রুপো ও 1টি ব্রোঞ্জ এসেছিল।

আরও পড়ুন:সোনার ধারা অব্যাহত, দিনের চতুর্থ স্বর্ণপদক এল সাত্বিক-চিরাগের হাত ধরে

ABOUT THE AUTHOR

...view details