কলকাতা, 11 জানুয়ারি: সন্তোষ ট্রফি (Santosh Trophy 2023)-তে গ্রুপ-4 এর তৃতীয় ম্যাচে 5-0 গোলের বড় ব্যবধানে জয় বাংলা দলের (Bengal Win Against Madhya Pradesh by 5-0 Goal) ৷ এবার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ ৷ টানা তিন ম্যাচে দাপুটে জয়ে বাংলার গোল ব্যবধান এখন 13 ৷ একই সঙ্গে পরের পর্বে যাওয়ার দাবি আরও জোরদার করল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ৷ মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে জোড়া গোল করেছেন রবি হাঁসদা (Robi Hansda) এবং নরহরি শ্রেষ্ঠা (Naro Hari Shrestha) ৷ একটি গোল করেন টোটন দাস (Toton Das) ৷
সন্তোষ ট্রফিতে তিন ম্যাচে 13 গোল করে কোলাপুরে বঙ্গ স্ট্রাইকাররা প্রতিপক্ষের উপর কার্যত স্টিম রোলার চালাচ্ছেন ৷ তবে, জয়ের আনন্দে আত্ম্যহারা হয়ে গ্রুপের বাকি দুই ম্যাচকে বাংলার ফুটবলাররা হালকাভাবে নিতে নারাজ ৷ 13 জানুয়ারি বাংলার পরের প্রতিপক্ষ ছত্তিশগড় ৷ প্রথম 3টে ম্যাচ সকাল হওয়ার পর, বাংলা দলের চতুর্থ ম্যাচ বিকেল সাড়ে 3টের সময় ৷ 15 জানুয়ারি গ্রুপ-4 এর শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ মহারাষ্ট্র ৷
দমন ও দিউ ম্যাচের মতো মধ্যপ্রদেশের বিরুদ্ধেও বাংলা প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে ৷ প্রথমার্ধে 14 মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে যায় বাংলা দল ৷ বিরতির আগেই 3-0 গোলে এগিয়ে যায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে জয় সুনিশ্চিত করেন রবি হাঁসদারা ৷ তবে, দাপুটে জয়ের দিনেও কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে ক্ষুব্ধ শোনাল ম্যাচের সূচি নিয়ে ৷