হায়দরাবাদ, 24 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত প্রধান সঞ্জয় সিং তাঁর কোনও আত্মীয় নন ৷ দাবি ডব্লিউএফআইয়ের প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ৷ রবিবার ভারতের কুস্তি ফেডারেশনের বোর্ডকে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আরও বলেন যে, নন্দিনী নগরে জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ রাখার জন্য মৌখিক ও লিখিত সম্মতি দিয়েছিল 25টি অর্থাৎ সবকটি ফেডারেশন ৷
বিজেপি সাংসদ ব্রিজ ভুষণ সাংবাদিকদের বলেন, "...সঞ্জয় সিং আমার আত্মীয় নন... নন্দিনী নগরে অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-20 জাতীয় চ্যাম্পিয়নশিপ রাখার ঘোষণা করা হয়েছে তার কারণ হল, ক্রীড়া ইভেন্টগুলি আবার শুরু হওয়া উচিত এবং সেটা নিশ্চিত করার জন্যই এই ঘোষণা...৷"
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-20 জাতীয় গেমগুলি আয়োজনের ঘোষণা 'তাড়াহুড়ো' করে করার পরে নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং-এর নেতৃত্বাধীন ভারতের কুস্তি ফেডারেশনের বোর্ডকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাসপেন্ড করেছে ৷ এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোর্ডের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছেন ব্রিজ ভূষণ শরণ সিং ৷
তিনি বলেন, "পুরনো কমিটিকে অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-20 (জাতীয় চ্যাম্পিয়নশিপের) ব্যাপারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে হয়েছে, যেহেতু 31 ডিসেম্বর সেশন শেষ হয়ে যাচ্ছে । এর পরে, তাদের এক বছর নষ্ট হয়ে যেত ৷ তাই সব ফেডারেশনগুলি ঐক্যবদ্ধভাবে নন্দীনগরে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কারণ সমস্ত ফেডারেশন বলেছিল যে, তারা এই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারবে না ৷"
ব্রিজ ভূষণের আরও দাবি, "ক্রীড়া কার্যক্রম পুনরায় শুরু করার জন্য, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং 25টি ফেডারেশন তাদের মৌখিক এবং লিখিত সম্মতি দিয়েছে এ ব্যাপারে ৷"
অলিম্পিয়ান সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট-সহ অন্যান্য কুস্তিগীররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা গ্র্যাপলারদের যৌন হয়রানির অভিযোগ এনে রাস্তায় নেমেছিলেন । ডব্লিউএফআইয়ের নয়া সভাপতি হিসেবে ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিংয়ের নির্বাচনের পর, সাক্ষী মালিক ঘোষণা করেন যে, এই সিদ্ধান্তের প্রতিবাদে তিনি খেলা ছেড়ে দিচ্ছেন । আর বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷
আরও পড়ুন:
- ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক