পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের কুস্তি ফেডারেশনের নয়া সভাপতি ব্রিজভূষণের অনুগামী সঞ্জয় সিং - নয়া সভাপতি ব্রিজভূষণের অনুগামী সঞ্জয় সিং

Wrestling Federation of India: বৃহস্পতিবার ভারতের কুস্তি ফেডারেশনের ভোট হয় নয়াদিল্লিতে আইওএ-র সদর দফতরে ৷ সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তরপ্রদেশের কুস্তি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সঞ্জয় সিং ৷ কুস্তি ফেডারেশনের প্রাক্তন ব্রিজভূষণ শরণ সিং-এর অনুগামী বলে পরিচিত এই সঞ্জয় সিং ৷

Sanjay Singh elected as President of WFI
Sanjay Singh elected as President of WFI

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 4:00 PM IST

Updated : Dec 21, 2023, 4:52 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন সঞ্জয় সিং ৷ তিনি কুস্তি ফেডারেশের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর অনুগামী বলে পরিচিত ৷ বৃহস্পতিবার হওয়া এই ভোটে সঞ্জয়ের বিপক্ষে ছিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট অনিতা শেরওয়ান ৷

এ দিন নয়াদিল্লিতে ভারতীয় অলিম্পিক্স অ্য়াসোসিয়েশনের সদর দফতরে এই নির্বাচন হয় ৷ সেখানেই উত্তরপ্রদেশের কুস্তি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ভারতের কুস্তি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ৷ একই সঙ্গে ঘোষিত হয় ফেডারেশনের পরবর্তী প্রশাসক প্যানেলের নামও ৷

কুস্তি ফেডারেশন নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ৷ প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে খেলোয়াড়দের যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে ৷ তাঁকে অপসারণ ও শাস্তির দাবিতে ধরনায় বসেন কুস্তিগিররা ৷ এই নিয়ে দিল্লি পুলিশ তদন্তও শুরু করে ৷ ইতিমধ্যে পদত্য়াগ করেন ব্রিজভূষণ ৷

কিন্তু নির্বাচন নিয়ে শুরু হয় আইনি জটিলতা ৷ আদালতের স্থগিতাদেশের জেরে বন্ধ হয়ে যায় নির্বাচন ৷ যার জেরে বিশ্ব কুস্তি সংস্থা (ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং) নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কুস্তি ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ৷ এখন নির্বাচন হয়ে যাওয়ার পর সেই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে মনে করা হচ্ছে ৷ গত কয়েকমাসে ভারতের কুস্তিগীরদের নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে অংশগ্রহণ করতে হয় ৷ এবার থেকে ভারতের কুস্তি ফেডারেশনের হয়েই তাঁরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ৷

এদিকে এ দিন নির্বাচনের আগে সংবাদসংস্থা পিটিআই-কে ব্রিজ ভূষণ বলেন, "11 মাস পরে অবশেষে আজ নির্বাচন । নির্বাচনে সঞ্জয় সিংকে একভাবে পুরানো ফেডারেশনের প্রতিনিধি হিসাবে বর্ণনা করা যেতে পারে ।" এর পর তাঁর সংযোজন ছিল, "সঞ্জয় সিংয়ের নির্বাচনে জয়ী হওয়া নিশ্চিত ৷ শিশুদের জন্য একটি নতুন ফেডারেশন গঠন নিশ্চিত করতে হবে । আমি তাদের যত তাড়াতাড়ি সম্ভব একটি অনুকূল খেলাধুলার পরিবেশ তৈরি করতে ও যেকোনও ক্ষতি পূরণ করে দেওয়ার আহ্বান জানাই ।"

আরও পড়ুন:

  1. মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলার শুনানির রাউজ অ্যাভিনিউ আদালতে
  2. অনির্দিষ্টকালের জন্য জাতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তি সংস্থা
  3. ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনে স্থগিতাদেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের
Last Updated : Dec 21, 2023, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details