পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sania Mirza: শেষের পথে সানিয়া-যুগ ! আগামী ফেব্রুয়ারিতেই ব়্যাকেট তুলে রাখবেন টেনিস সুন্দরী - শেষের পথে সানিয়া যুগ

ব়্যাকেট তুলে রাখবেন টেনিস সুন্দরী । এক অনুষ্ঠানে একথা জানিয়ে দিলেন সানিয়া মির্জা (Sania Mirza confirms plan to retire at WTA 1000) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 7, 2023, 1:42 PM IST

Updated : Jan 7, 2023, 4:54 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: অবসরের পথে টেনিস সুন্দরী (Sania Mirza) । সানিয়া মির্জা জানিয়ে দিলেন, আগামী মাসে দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ খেলেই ব়্যাকেট তুলে রাখবেন হায়দরাবাদী সুন্দরী । শনিবার এক অনুষ্ঠানে একথা জানিয়ে দিলেন তিনি (Sania Mirza confirms plan to retire) । মালিক-ঘরণীর ঘনিষ্ট মহল সূত্রে খবর, আগের মরশুমের শেষেই থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি ।

কিন্তু তাঁর কনুইয়ের চোটে ইউএস ওপেন থেকে নাম সরিয়ে নিতে বাধ্য করে । শুধু তাই নয়, অগস্টের শুরুতেই শেষ হয়ে গিয়েছিল 2022 মরশুম (Sania Mirza confirms plan to retire at WTA 1000) । ছ'বারের মেজর চ্যাম্পিয়ন তিনি । ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে 3টি করে গ্র্যান্ড স্লাম । এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে কাজাখস্তানের আনা দানিলিনার সঙ্গে জুটি বাঁধবেন তিনি । একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, ডাবলসে বিশ্ব প্রাক্তন 1 নম্বর দুবাইতে উব্লিউটিএ 1000 ইভেন্টে তাঁর অবসর নেওয়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন ৷

আরও পড়ুন: ডিভোর্সের জল্পনার মাঝেই একসঙ্গে রিয়েলিটি শো-তে সানিয়া-শোয়েব

বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, ব্যক্তিগত জীবন টালমাটাল । জল্পনা চলছে, হাত ছাড়ছেন তারকা জুটি । শোয়েব-সানিয়ার আলাদা হওয়ার খবরে রীতিমতো শিলমোহর দিয়ে দিয়েছে তাঁদের ঘনিষ্ট মহল । তারমধ্যেই এবার অবসরের ঘোষণা করে দিলেন তিনি ।

Last Updated : Jan 7, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details