দুবাই, 21 ফেব্রুয়ারি: ফাইনালে প্রবেশ করেও গতমাসে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেতাব ক্যাবিনেটে আনতে পারেননি ৷ অস্ট্রেলিয়ান ওপেন শেষ গ্র্যান্ড স্ল্য়াম হলেও মঙ্গলবার কেরিয়ারের শেষ প্রতিযোগিতায় কোর্টে নেমেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza) ৷ জিতলে আরও কয়েকটা দিন, কয়েকঘণ্টা দীর্ঘায়িত হত কেরিয়ার ৷ কিন্তু না ৷ কেরিয়ারের শেষ টুর্নামেন্ট দুবাই ওপেনে শুরুতেই বিদায় নিলেন সানিয়া মির্জা ৷ শেষ হল দু'দশকের বর্ণময় কেরিয়ার ৷ বানপ্রস্থে গেলেন দেশের সর্বকালের সেরা মহিলা টেনিস প্লেয়ার (Sania Mirza bids adieu to professional tennis career) ৷
ব়্য়াকেট তুলে রাখলেন বটে, তবে রেখে গেলেন এক রূপকথার আখ্যান ৷ যা টেনিস কোর্টে আগামী প্রজন্মের সাফল্যের পাথেয় হতে পারে ৷ রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে রড লেভার এরিনায় রানার-আপ হয়ে শেষ করার পর এদিন কেরিয়ারের শেষ ম্যাচটা খানিক নিঃশব্দেই খেলে ফেললেন সানিয়া ৷
মার্কিনী ম্যাডিসন কি'র সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডে সানিয়া হারলেন স্ট্রেট সেটে ৷ মণিমামনিক্যে ভরা কেরিয়ারের শেষ ম্যাচ হয়তো দ্রুত ভুলতে চাইবেন প্রাক্তন বিশ্বের পয়লা নম্বর ৷ রুশ প্রতিপক্ষের বিরুদ্ধে সানিয়াদের বিরুদ্ধে ম্যাচের ফল 4-6, 0-6 ৷ সবমিলিয়ে 43 পেরিয়ে ডব্লিউটিও ডাবলস খেতাবের সংখ্যাটা 44 হল না হায়দরাবাদি কন্যার ৷