পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sania-Shoaib Reality Show: ডিভোর্সের জল্পনার মাঝেই একসঙ্গে রিয়েলিটি শো-তে সানিয়া-শোয়েব - সানিয়া মির্জা

ডিভোর্সের (Sania-Shoaib Divorce) জল্পনার মাঝেই একসঙ্গে রিয়েলিটি শো-তে আসতে চলেছেন সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিক (Shoaib Malik)৷ এই ঘোষণায় বিভ্রান্তি ছড়িয়েছে ভক্তদের মধ্যে ৷

sania-mirza-announces-reality-show-with-shoaib-malik-amid-divorce-rumors
ডিভোর্সের জল্পনার মাঝেই একসঙ্গে রিয়েলিটি শো-তে সানিয়া-শোয়েব

By

Published : Nov 13, 2022, 7:57 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর:ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা (Sania Mirza) এবং তাঁর স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) বিবাহবিচ্ছেদ হতে চলেছে (Sania-Shoaib Divorce)৷ এই খবর ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ তবে বিয়ে ভাঙার খবর রটার কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল আরও একটি খবর ৷ একটি নতুন রিয়েলিটি শোতে (Sania-Shoaib Reality Show) একসঙ্গে হাজির হতে চলেছেন এই সেলেব কাপল । এতেই বিভ্রান্তি ছড়িয়েছে তাঁদের ভক্তদের মধ্যে ৷ তাহলে কি বিবাহবিচ্ছেদের খবর মিথ্যে ছিল, নাকি তা এই রিয়েলিটি শোয়ের আগে প্রচার স্টান্ট, ধন্ধে রয়েছেন অনুরাগীরা ৷

শনিবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে, সানিয়া এবং শোয়েব মালিককে মির্জা মালিক শোতে একসঙ্গে দেখা যাবে । তারকা দম্পতিকে নিয়ে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে পোস্টটিতে লেখা হয়েছে, "মির্জা মালিক শো খুব শীঘ্রই শুধুমাত্র উর্দুফ্লিক্সে।" পোস্টারে দেখা যাচ্ছে, সানিয়া শোয়েবের কাঁধে হাত রেখে সবুজ দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছেন । একটি জানালা দিয়ে ব্যাকগ্রাউন্ডে বুর্জ খলিফা দেখা যাচ্ছে । বর্তমানে দুবাইতেই রয়েছেন এই দম্পতি ৷

বিবাহবিচ্ছেদের খবরে যে ভক্তরা মুষড়ে পড়েছিলেন, তাঁরা এই ছবি দেখে বেশ খুশি ৷ এক ভক্ত লিখেছেন, "এটা দেখে খুব ভালো লাগল । একসঙ্গে থাকুন ।" আরেকজন লিখেছেন, "শুধু একে অপরকে ক্ষমা করুন, একে অপরের সঙ্গে থাকুন, দুজনকে একসঙ্গে সুন্দর দেখাচ্ছে... শোয়েবকে অন্য কারও সঙ্গে দেখতে পারব না..সানিয়া তাঁর জন্য পারফেক্ট ।"

আরও পড়ুন:বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন

অনেকে আবার মনে করছেন যে বিবাহবিচ্ছেদের খবর ইচ্ছে করেই ছড়িয়ে দেওয়া হয়েছিল ৷ একজন লিখেছেন, "বিচ্ছেদের গুজব কি এর জন্য প্রচারমূলক স্টান্ট ছিল ? সানিয়ার এমনটা করা পছন্দ নয় ।" এক ভক্ত মন্তব্য করেছেন, "সম্ভবত তাঁদের বিয়ের সমস্যার আগে এই শো-টির শুটিং করা হয়েছিল । এটা কি এখনও চলবে ? তাঁরা তাঁদের সোশ্যালে কিছুই শেয়ার করেননি ।"

সানিয়া এবং শোয়েব 2010 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ একসঙ্গে ঘর করা শুরু করেন দুবাইতে ৷ 2018 সালে জন্মায় তাঁদের ছেলে ইজহান । এক সপ্তাহ আগে পাকিস্তানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, দুজন তাঁদের বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ কয়েকটি রিপোর্টে আবার দাবি করা হয়, শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পাকিস্তানি মডেল আয়েশা ওমর ৷ যদিও এই রটনা নিয়ে নীরবতা বজায় রেখেছেন সানিয়া ও শোয়েব ৷

ABOUT THE AUTHOR

...view details