পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

French Open 2022 : ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের ডবলসে তৃতীয় রাউন্ডে হার সানিয়া-লুসি জুটির - ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের ডবলসে তৃতীয় রাউন্ডে হার সানিয়া লুসি জুটির

মার্কিন জুটির কাছে হেরে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মহিলাদের ডবলস থেকে বিদায় সানিয়া মির্জা এবং লুসি হারাডেকার (Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles) ৷ 4-6, 3-6 স্ট্রেট সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা ৷

Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles
Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles

By

Published : Jun 1, 2022, 2:16 PM IST

প্যারিস, 1 জুন : ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের ডবলসে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles) ৷ তৃতীয় রাউন্ডে ইন্দো-চেক জুটি সানিয়া মির্জা এবং লুসি হারাডেকা মার্কিন জুটি কোকো গফ এবং জেসিকা পেগুলার বিরুদ্ধে স্ট্রেট সেটে হারেন ৷ এ দিন ম্যাচের শুরুতেই সানিয়া-লুসি জুটিকে পিছনে ফেলে দেন মার্কিন টেনিস খেলোয়াড়রা ৷ প্রথম সেটের শুরুতেই 0-3 লিড নেয় মার্কিন জুটি ৷ এর পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা ৷

প্রথম সেট 4-6 গেমে হারেন সানিয়া মির্জা এবং লুসি হারাডেকা ৷ কিন্তু, তার আগে কঠিন লড়াইয়ে ফেলে দেন মার্কিন জুটিকে ৷ একটা সময় প্রথম সেটে 4-5 ফলে এসে দাঁড়ায় ৷ সেখান থেকে প্রথম সেটের শেষ গেম জিতে নেন কোকো গফ এবং জেসিকা পেগুলা ৷

আরও পড়ুন : French Open 2022 : নোভাককে হারিয়ে রোঁলা গারোর সেমিতে ক্লে কোর্টের সম্রাট

দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন সানিয়ারা ৷ 2-0 গেমে দ্বিতীয় সেটে এগিয়ে যান তাঁরা ৷ কিন্তু, সেখান থেকে আবারও ম্যাচে ফিরে আসেন মার্কিন জুটি কোকো এবং জেসিকা ৷ একটা সময় 3-3 গেমে এসে দাঁড়ায় স্কোর বোর্ড ৷ তার পর আর ম্যাচে ফিরতে পারেননি সানিয়া মির্জারা ৷ 3-6 গেমে দ্বিতীয় সেট হেরে ফ্রেঞ্চ ওপেনে (French Open 2022) মহিলাদের ডবলস থেকে বিদায় নেন সানিয়া এবং লুসি ৷

ABOUT THE AUTHOR

...view details