নয়াদিল্লি, 24 ডিসেম্বর:ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ও প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে ৷ নতুন কমিটি তৈরির পর ভারতীয় কুস্তি সংস্থাকেই সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ তারপরই এই সিদ্ধান্তে ফের টালমাটাল কুস্তি জগৎ ৷ নতুন কমিটি তৈরির পর ফেডারেশনকে সাসপেন্ড করা নিয়ে সাক্ষী মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি এখনও লিখিতভাবে কিছু দেখিনি। আমার জানা নেই, শুধু সঞ্জয় সিংকেই সাসপেন্ড করা হয়েছে নাকি সমগ্র সংস্থাকে ৷"
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কর্তৃক রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) এর নবনির্বাচিত সংস্থাকে সাসপেন্ড করার বিষয়ে, কুস্তিগীর সাক্ষী মালিক আরও বলেন, "আমাদের লড়াই সরকারের সঙ্গে ছিল না। আমাদের লড়াই মহিলা কুস্তিগীরদের জন্য, আমি আমার অবসর ঘোষণা করেছি কিন্তু চাই আসন্ন কুস্তিগীররা ন্যায়বিচার পান।" এর আগে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাক্ষী বৃহস্পতিবার কাঁদতে কাঁদতে তাঁর অবসর ঘোষণার কথা জানান ৷ তিনি বলেন, "আমাকে আর কেউ কখনও কুস্তি লড়তে দেখবে না।"