পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'পুরো কমিটি নাকি শুধু সঞ্জয় সিং...', সাসপেনশন নিয়ে স্পষ্ট কিছু জানেন না সাক্ষী

Sakshi Malik: ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তা নিয়ে অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিককে জিজ্ঞাসা করা হলে নিজের বক্তব্য স্পষ্ট জানালেন সাক্ষী...

সাক্ষী মালিক
Sakshi Malik

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 4:31 PM IST

Updated : Dec 24, 2023, 5:10 PM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর:ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ও প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে ৷ নতুন কমিটি তৈরির পর ভারতীয় কুস্তি সংস্থাকেই সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ তারপরই এই সিদ্ধান্তে ফের টালমাটাল কুস্তি জগৎ ৷ নতুন কমিটি তৈরির পর ফেডারেশনকে সাসপেন্ড করা নিয়ে সাক্ষী মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি এখনও লিখিতভাবে কিছু দেখিনি। আমার জানা নেই, শুধু সঞ্জয় সিংকেই সাসপেন্ড করা হয়েছে নাকি সমগ্র সংস্থাকে ৷"

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কর্তৃক রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) এর নবনির্বাচিত সংস্থাকে সাসপেন্ড করার বিষয়ে, কুস্তিগীর সাক্ষী মালিক আরও বলেন, "আমাদের লড়াই সরকারের সঙ্গে ছিল না। আমাদের লড়াই মহিলা কুস্তিগীরদের জন্য, আমি আমার অবসর ঘোষণা করেছি কিন্তু চাই আসন্ন কুস্তিগীররা ন্যায়বিচার পান।" এর আগে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাক্ষী বৃহস্পতিবার কাঁদতে কাঁদতে তাঁর অবসর ঘোষণার কথা জানান ৷ তিনি বলেন, "আমাকে আর কেউ কখনও কুস্তি লড়তে দেখবে না।"

কেন্দ্রের সিদ্ধান্তের পরে ব্রিজভূষণ বলেন, "আমি 12 বছর ধরে কুস্তিগীরদের জন্য কাজ করেছি। সময়ই জবাব দেবে আমি ন্যায় করেছি কি না। আমি কুস্তি থেকে অবসর নিয়েছি। কুস্তির সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এখন সরকারের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি সমস্যার সমাধান করবে। এই সাসপেন্ড করার নেপথ্যে আমার কোনও ভূমিকা নেই।" এনিয়ে আর এক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁকে পুলিশ আটকায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বজরং। পরে সংসদের সামনের রাস্তায় সেই পদক ফেলে দিয়ে আসেন।

আরও পড়ুন:

  1. ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক
  2. 'সঞ্জয় সিং আমার আত্মীয় নন', ডব্লিউএফআইয়ের সাসপেনশনে সাফাই ব্রিজ ভূষণের
  3. 'এই নিয়ে যথেষ্ট বলেছি, আর নয়'; বজরংয়ের পদ্মশ্রী ফেরানো নিয়ে মুখ খুলতে নারাজ ক্রীড়ামন্ত্রী
Last Updated : Dec 24, 2023, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details