পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sakshee Malikkh: 'ধোনিকে অভিনন্দন', নিজেদের প্রাপ্য সম্মানের আক্ষেপ সাক্ষীর গলায় - নীরজ চোপড়া

আইপিএল 2023-এর চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে তথা ধোনির দল ৷ তাঁদের অভিনন্দন জানালেন অলিম্পিক পদকপ্রাপ্ত সাক্ষী মালিক ৷ সাক্ষীর আক্ষেপ, "কিছু ক্রীড়াবিদ যোগ্য সম্মান পাচ্ছেন তবে তাঁদের জন্য ন্যায়বিচারের লড়াই এখনও চলছে ৷"

Sakshee Malikkh
নিজেদের প্রাপ্য সম্মানের আক্ষেপ সাক্ষীর গলায়

By

Published : May 30, 2023, 12:22 PM IST

নয়াদিল্লি, 30 মে: দিল্লিতে কুস্তিগীরদের হেনস্তায় সরব সমাজের বিশিষ্টরা ৷ তাতে বাদ যাননি নীরজ চোপড়া থেকে শুরু করে সুনীল ছেত্র-সহ তামাম রাজনৈতিকবিদরা ৷ তবে সোনার মেয়েদের রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি ধোনি, সৌরভ, সচিনের মতো বিশিষ্ট ক্রীড়াবিদরা ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটাগরিকরা ৷

যাঁদের রাস্তায় 'দঙ্গল' দেখিয়েছে দিল্লি পুলিশ সেই কুস্তিগীর সাক্ষী মালিক মঙ্গলবার একটি টুইট করেন ৷ তাতে লেখা, "অভিনন্দন এমএস ধোনি জি এবং সিএসকে। আমরা খুশি যে অন্তত কিছু ক্রীড়াবিদ তাঁদের প্রাপ্য সম্মান ও ভালোবাসা পাচ্ছে। আমাদের জন্য, ন্যায়বিচারের লড়াই এখনও চলছে ৷" টুইটে সাক্ষী, ভিনেশ, বজরং, সঙ্গিতারা ফের এক বুঝিয়ে দিলেন তারা প্রকৃত 'ক্রীড়াবিদ' ৷

উল্লেখ্য, গতকাল সাক্ষী আরও কয়েকটি টুইট করেন তাতে তিনি বলেন, "গতকাল পরিস্থিতি খারাপ ছিল। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ তা করতে দেয়নি। যন্তর মন্তর থেকেই ব্যারিকেডিং করে দেওয়া হয়েছিল। তারা আমাদের ধাক্কা দিতে শুরু করে। আমাদের টেনে হিঁচড়ে আটক করে ৷ হাত-পায়ে চোট লেগেছে ৷ আমরা দাঙ্গা করিনি, কোনও সরকারি সম্পত্তির ক্ষতিও করিনি ৷ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ যারা যেখান থেকে আমাদের এই আন্দোলনের সঙ্গে রয়েছেন তাঁদের জানাচ্ছি, আমরা আমাদের দাবিতে অনড়, কিছুতেই পিছু হটব না ৷ সকলেই আমাদের পাশে থাকুন ৷"

উল্লেখ্য, দেশের পদকপ্রাপ্ত কুস্তিগীরদের ওপর ভারতীয় দণ্ডবিধির ছ'টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে ৷ ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে তা হল-147, 149, 186, 188, 332, 353 ৷ শোনা গিয়েছে, কুস্তিগীরদের আর প্রতিবাদ করতে ওই জায়গায় ফিরতে দেওয়া হবে না। তাই রবিবারের পর যন্তর মন্তর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷

আরও পড়ুন:'দাঙ্গা করিনি শান্তিপূর্ণ ধরনা করতে চেয়েছিলাম, পুলিশ করতে দিল না'; চোখের জলে সাক্ষী

ABOUT THE AUTHOR

...view details