হায়দরাবাদ, 10 জানুয়ারি : 'Shuttle cock' নয় অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালকে 'Subtle Cock Champion' বলে চরম বিতর্কে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ ৷ পঞ্জাবে দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড়সড় ত্রুটির বিষয়টি সংবাদ শিরোনামে এলে সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্বপক্ষে টুইটারে সওয়াল করেন সাইনা নেহওয়াল ৷ তারই প্রত্যুত্তরে একদা বিশ্বের পয়লা নম্বর শাটলারকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুঁড়ে দেন 'রং দে বাসন্তী' অভিনেতা ৷ ঘটনায় সিদ্ধার্থের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় মহিলা কমিশন ৷ আর ইটিভি ভারতকে সাইনা এ বিষয়ে জানালেন, অভিনেতার শব্দচয়ন এক্ষেত্রে আরও ভাল হতে পারত (Saina Nehwal says Siddharth can express himself with better words) ৷
গত বুধবার পঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর আটকে থাকার ঘটনার প্রতিবাদে টুইটারে সরব হন সাইনা (Saina Nehwal condemned the security lapse of Narendra Modi) ৷ 2020 বিজেপিতে যোগ দেওয়া শাটলার লেখেন, "প্রধানমন্ত্রীর নিরাপত্তা যে দেশে সুরক্ষিত নয় সেই দেশ কখনও নিজেদের সুরক্ষিত দাবি করতে পারে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কাপুরুষোচিত আক্রমণের ধিক্কার জানাই ৷"