পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এশিয়ান কাপের দলে থাকলেও সাহালের প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা - Sahal Abdul Samad

Sahal Abdul Samad: চোট থাকলেও সাহালকে এশিয়ান কাপে ভারতীয় দলে রাখা হয়েছে। কিন্তু জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে তাঁকে পাওয়ার আশা কমছে ৷ ফলত টুর্নামেন্টে বাগান মিডফিল্ডারের সার্ভিস পাওয়া নিয়ে অনিশ্চিত স্টিম্যাচ ৷

Etv Bharat
সাহালের প্রত্যাবর্তন ঘিরে অনিশ্চয়তা

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 10:49 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: সাহাল আবদুল সামাদের মাঠে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে। এই মুহূর্তে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার ভারতীয় দলের সঙ্গে দোহায় রয়েছেন। সেখানে ঈগর স্টিম্যাচের অধীনে ভারতীয় দল এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত। চোট থাকলেও সাহালকে ভারতীয় দলে রাখা হয়েছে। 'মেন ইন ব্লু'র মেডিক্যাল দলের আশা সামাদকে পাওয়া যাবে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন সাহালের চোট পাওয়া লিগামেন্টের ব্যথা কমা সবার আগে জরুরি। তারপর ফের স্ক্যান করে চোটের অবস্থা বুঝতে হবে। যা করতে চলতি মাসের তৃতীয় সপ্তাহের আগে সম্ভব নয়।

সবমিলিয়ে ভারতের হয়ে এশিয়ান কাপে মিডফিল্ডারের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী দক্ষিণী এই ফুটবলারের সার্ভিস আইএসএলের দ্বিতীয় পর্বের শুরু থেকে বাগান পাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। যদিও কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে ফেরান্দোর দলের সঙ্গে সামাদ অনুশীলন করেছেন। কিন্তু মাঠে ম্যাচ খেলতে নামেননি। সবমিলিয়ে ভারতায় দলের পাশাপাশি চোট-আঘাত সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে সবুজ-মেরুনের জন্য। আশিক কুরুনিয়ানও পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। তবে আশার আলো এই যে, চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন আনোয়ার।

এদিকে বছরের প্রথমদিন রটে যায় সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কোচ জুয়ান ফেরান্দোকে বরখাস্ত করতে চলেছে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু পরে জানা যায় একজন নামী সাংবাদিকের ফেক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়ে ভুয়ো খবরটি ছড়ানো হয়েছে। তবে আইএসএলে শেষ তিন ম্যাচে হারের স্বাদ পাওয়া বাগান সুপার কাপে ব্যর্থ হলে ফেরান্দোকে সরিয়ে দেবে, ইঙ্গিত তেমনটাই । এরইমধ্যে নয়া ট্রান্সফার উইন্ডোয় নতুন লেফট ব্যাকের খোঁজেও রয়েছে দল। বেশ কয়েকটি নাম নিয়ে নড়াচড়া হলেও কোনওটাই চূড়ান্ত নয়।

এই অবস্থায় সুপার কাপের আগে বিদেশি বদলের রাস্তাতেও সম্ভবত হাঁটছে না মোহনবাগান। কারণ, ভারতীয় শিবিরে সাত ফুটবলার চলে গিয়েছেন। চোট-আঘাত সমস্যা পুরোপুরি দূর হয়েছে এমন নয়। তাই সুপার কাপে সাফল্য পেতে ছয় বিদেশিই ভরসা। ফলে সাদিকু বা কামিংসের বদলি যদি নেওয়াও হয়, তাহলে তা সুপার কাপের পরে আসবে।

আরও পড়ুন:

  1. কুপারের জুতোয় পা-গলিয়ে আইএসএলে ফিরলেন খালিদ, সবুজ-মেরুনে অনিশ্চিত সানা
  2. এশিয়ান কাপের গ্রুপে 'বহিরাগত' ভারতীয় দল, মন্তব্য স্টিম্যাচের
  3. আর্থিক সাহায্যের প্রস্তাব নিয়ে লগ্নিকারীর পাশে ইস্টবেঙ্গল, দ্রুত বৈঠকের আর্জি

ABOUT THE AUTHOR

...view details