মুম্বই, 11 জুলাই: টানা চারবছর উইম্বলডনে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে মেজর জয়ের নিরিখে রজার ফেডেরারকে টপকে গেলেন নোভাক জকোভিচ । সবধরনের কোর্টে সার্বিয়ান মায়েস্ত্রোর নিরবিচ্ছিন্ন আধিপত্যের নেপথ্যে কাজ করছে কোন রহস্য? 'জোকার'-কে সপ্তম উইম্বলডন জয়ের অভিনন্দন জানিয়ে সার্বিয়ানের ধারাবাহিক সাফল্যের হলমার্ক বাতলে দিলেন সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar lauds Novak Djokovic on winning Wimbledon title) ।
টুইটারে রবিবার নোভাকের উদ্দেশে মাস্টার-ব্লাস্টার লেখেন, "টানা চতুর্থবার উইম্বলডনে খেতাব জয় যে সে কীর্তি নয় । জকোভিচের সংযম, ফোকাস এবং ধারাবাহিকতা বছরের পর বছর ধরে ওর পারফরম্যান্সের নিদর্শন হিসেবে ধরা দিয়েছে । পাশাপাশি ম্যাচ শেষের পর নিক কিরিয়স এবং উইম্বলডন স্টাফেদের সঙ্গে ওর সৌহার্দ্য বিনিময় দেখে অভিভূত আমি ।"
এদিন উইম্বলডনে খেতাব জয়ের সঙ্গে অল ইংল্যান্ড ক্লাবে পিট সাম্প্রাসের সাতবার চ্যাম্পিয়ন হওয়ার নজির ছুঁলেন জকোভিচ । আর মাস্টার-ব্লাস্টার যে নিয়মিত উইম্বলডনের সঙ্গে জুড়ে রয়েছেন, তা তাঁর টুইট দেখলেই বোঝা যায় । পেটের পেশি ছিড়ে যাওয়ার পরেও টেলর ফ্রিৎজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের লড়াই দেখে অভিভূত হয়েছিলেন 100টি আন্তর্জাতিক শতরানের মালিক । যা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল উইম্বলডন কর্তৃপক্ষের তরফে ।
আরও পড়ুন: জকোভিচের খেতাব পরখ, উইম্বলডন আত্মপ্রকাশে চর্চায় খুদে রাজকুমার জর্জ
এদিকে টানা চারবার উইম্বলডনের রাজা হয়ে সর্বাধিক মেজর জয়ের নিরিখে রজার ফেডেরারকে টপকালেও উইম্বলডন জয়ের নিরিখে সুইস কিংবদন্তির চেয়ে এখনও একধাপ পিছিয়ে নোভাক । তেমনই গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে রাফায়েল নাদালের (22) চেয়ে আর মাত্র একধাপ পিছিয়ে থাকলেন সার্বিয়ান মায়েস্ত্রো ।