মুম্বই, 9 অক্টোবর:এশিয়াডে ইতিহাস গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ এই প্রথমবার কোনও এশিয়ান গেমসে একশোরও বেশি পদক নিয়ে ঘরে ফিরছে ভারত ৷ মোট 107টি পদক দেশকে এনে দিয়েছেন নীরজ চোপড়া-লভলিনা বর্গহাইন-রুতুরাজ গায়কোয়াড়রা ৷ স্বাভাবিকভাবেই দেশের অ্যাথলিটদের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ ৷ আর সোমবার অ্যাথলিটদের অভিনন্দন জানালেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও ৷
একটা সময় 'মাস্টার-ব্লাস্টার' যখন ব্যাট করতে নামতেন তখন গ্য়ালারি থেকে উঠত 'বন্দে মাতরম', 'জয় হিন্দ' কিংবা 'সচিন-সচিন' চিৎকার ৷ আর আজ লিটল মাস্টার নিজে যখন দর্শকাসনে, তখন ভারতীয় ক্রীড়াবিদদের এমন এক অপূর্ব কৃতিত্ব অর্জনের পর তিনি চুপ করে থাকবেন তা আবার হয় নাকি! সোশাল মিডিয়ায় সাইয়ের একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "107টি পদক, (ওয়ান নেশন) এক দেশ আর অফুরন্ত খুশি ৷ এশিয়াডে আমাদের ক্রীড়াবিদরা শ্রেষ্ঠত্বকে এক নতুন মাত্রা দিয়েছেন ৷ সারা দেশকে গর্বিত করার জন্য আমাদের প্রত্যেক ক্রীড়াবিদকে অভিনন্দন ৷"