পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Tendulkar Hails Athletes: '107 পদক...শ্রেষ্ঠত্বকে নতুন মাত্রা দিয়েছেন ক্রীড়াবিদরা', উচ্ছ্বসিত মাস্টার-ব্লাস্টার - এশিয়াডে ইতিহাস গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা

একশোর বেশি পদক জিতে এশিয়াডে ইতিহাস গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ এবার তাঁদের এই জয় নিয়ে মুখ খুললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরও ৷ উচ্ছ্বসিত কণ্ঠে তাঁদের প্রশংসায় ভাসালেন সচিন ৷

Tendulkar on Asian Games
অ্যাথলিটদের প্রশংসায় ভাসালেন সচিন

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 5:06 PM IST

মুম্বই, 9 অক্টোবর:এশিয়াডে ইতিহাস গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ এই প্রথমবার কোনও এশিয়ান গেমসে একশোরও বেশি পদক নিয়ে ঘরে ফিরছে ভারত ৷ মোট 107টি পদক দেশকে এনে দিয়েছেন নীরজ চোপড়া-লভলিনা বর্গহাইন-রুতুরাজ গায়কোয়াড়রা ৷ স্বাভাবিকভাবেই দেশের অ্যাথলিটদের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ ৷ আর সোমবার অ্যাথলিটদের অভিনন্দন জানালেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও ৷

একটা সময় 'মাস্টার-ব্লাস্টার' যখন ব্যাট করতে নামতেন তখন গ্য়ালারি থেকে উঠত 'বন্দে মাতরম', 'জয় হিন্দ' কিংবা 'সচিন-সচিন' চিৎকার ৷ আর আজ লিটল মাস্টার নিজে যখন দর্শকাসনে, তখন ভারতীয় ক্রীড়াবিদদের এমন এক অপূর্ব কৃতিত্ব অর্জনের পর তিনি চুপ করে থাকবেন তা আবার হয় নাকি! সোশাল মিডিয়ায় সাইয়ের একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "107টি পদক, (ওয়ান নেশন) এক দেশ আর অফুরন্ত খুশি ৷ এশিয়াডে আমাদের ক্রীড়াবিদরা শ্রেষ্ঠত্বকে এক নতুন মাত্রা দিয়েছেন ৷ সারা দেশকে গর্বিত করার জন্য আমাদের প্রত্যেক ক্রীড়াবিদকে অভিনন্দন ৷"

এশিয়ান গেমস চলাকালীনই স্লোগান উঠেছিল 'ইস বার 100 পার' অর্থাৎ, এবার 100 পার ৷ হ্যাংঝাউয়ে দেশের ক্রীড়াপ্রেমীদের এই আশা পূর্ণ হয়েছে ৷ একশোর বেশি পদক জয় করে এশিয়াডে চতুর্থ স্থানে যাত্রা শেষ করেছে ভারত ৷ ঝুলিতে রয়েছে 28টি সোনা, 38টি রুপো এবং 41টি ব্রোঞ্জ পদক ৷ এর আগে 2018 সালে এশিয়ান গেমসে সর্বোচ্চ 70টি পদক জয় করে ভারত ৷ তবে এবার সেই রেকর্ডও ছাপিয়ে গিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷

আরও পড়ুন:জাদেজা কুলদীপরা মাথায় চড়তে দেয়নি, স্পিন দুর্বলতাকেই হারের কারণ বাছলেন স্মিথ

তাঁদের এই সাফল্যে শুধু যে সচিন তেন্ডুলকর অভিনন্দন জানিয়েছেন তা নয় ৷ সঙ্গে রয়েছেন তাঁর 2011 সালের বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য যুবরাজ সিংহও ৷ কিছুদিন আগেই ভারতের 100 পদক জয়ের পর খেলোয়াড়দের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details