হায়দরাবাদ, 5 নভেম্বর: সুস্থ ও সবল ভারত গড়ার বার্তা দিলেন সচিন তেন্ডুলকর ৷ রবিবার হায়দরাবাদে ফ্ল্যাগ-অফ করে 'এজিয়াস ফেডারেল হায়দরাবাদ হাফ ম্যারাথনে'র সূচনা করেন মাস্টার ব্লাস্টার ৷ যেখানে হাফ ম্যারাথন ও 10K রান প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় 8 হাজার প্রতিযোগী ৷ সেখানেই সচিন জানান, সকলের উচিত নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া এবং তার জন্য শরীরচর্চা করাটা খুবই প্রয়োজন ৷ পাশাপাশি, এই হাফ ম্যারাথনে হায়দরাবাদবাসীর আগ্রহ দেখে তিনি অভিভূত বলে জানালেন সচিন তেন্ডুলকর ৷
হাফ ম্যারাথনের ফ্ল্যাগ-অফের পর সচিন বলেন, ‘‘হায়দরাবাদে এসে এক অসাধারণ অভিজ্ঞতা হল আমার ৷ এটা সুস্থ ও সবল ভারত গড়ে তোলার একটা প্রচেষ্টা ৷ এখানে প্রায় 8 হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন, যা দেখে খুবই ভালো লাগছে ৷ কারণ, আমাদের অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, পিছনের সারিতে বসে অন্যদের প্রশংসা করার ৷ আর আমরা অন্যের হয়ে হাততালি দিতে বেশি পছন্দ করি ৷ খেলা দেখতে ভালোবাসি ৷’’