পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Daria Kasatkina: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

রাশিয়ার সমকামিতা বিরোধী প্রস্তাবিত আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন টেনিস তারকা দারিয়া কাসাতকিনা (Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian) ৷ নিজেকে সমকামী পরিচয় দিয়ে রুশ প্রশাসনের 'স্বৈরাচারী' পদক্ষেপের বিরুদ্ধে সরব হতে পরামর্শ দিলেন সেদেশের যুবসমাজকে (Protest Against Anti-Homosexual Law of Russia) ৷

Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian
Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian

By

Published : Jul 20, 2022, 1:05 PM IST

Updated : Jul 20, 2022, 1:49 PM IST

কলকাতা, 20 জুলাই: নিজেকে সমকামী বলে পরিচয় দিলেন বিশ্ব ব়্যাঙ্কিয়ে 12 নম্বরে থাকা রাশিয়ান টেনিস তারকা দারিয়া কাসাতকিনা (Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian) ৷ সমকামিতা সংক্রান্ত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করতে সোমবার নতুন একটি আইনের প্রস্তাব পেশ করেছে রাশিয়ার সরকার ৷ এরই সমালোচনা করেন দারিয়া (Protest Against Anti-Homosexual Law of Russia) ৷ সেই সঙ্গে এও জানান, তিনি নিজেও সমকামী ছিলেন ৷ প্রসঙ্গত, 2013 সাল থেকে রাশিয়ায় সমকামিতার প্রচারমূলক সমস্ত অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন প্রশাসন ৷ এবার আরও একধাপ এগিয়ে গেল তারা ৷

নতুন এই প্রস্তাবিত আইনের জন্য রুশ প্রশাসনের সমালোচনা করেন দারিয়া কাসাতকিনা ৷ একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তাই এক্ষেত্রে অবাক হওয়ার কিছুই নেই! ওদের কথা মতো বন্দি হয়ে বসবাস করা অর্থহীন ৷ হ্যাঁ, অবশ্যই গোটা বিষয়টি আপনার উপর নির্ভর করছে ৷ আপনি কী চান এবং কী নিয়ে কথা বলবেন, সেটা আপনার নিজস্ব ব্য়াপার ৷’’

আরও পড়ুন:সমকামী সম্পর্কে বাধা পরিবার, হুগলিতে হেনস্থার শিকার দুই যুবতী

এ প্রসঙ্গে বলতে গিয়ে ব্যক্তি স্বাধীনতা এবং অধিকারের বিষয়টিও তুলে ধরেন টেনিস সুন্দরী ৷ তাঁর কথায়, ‘‘নিজের মতো শান্তিতে বসবাস করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে এটা সেই সব যুবক-যুবতীদের ক্ষেত্রে খুবই জরুরি, যাঁরা দীর্ঘ সময় ধরে সমাজের সঙ্গে লড়াই করে আসছেন ৷ তাঁদের সমর্থন করাটাও একইরকম দরকারি ৷’’ তাঁর মতে, এ নিয়ে রাশিয়ার ক্রীড়া সংগঠনগুলিরও প্রতিবাদ করা উচিত ৷ এগিয়ে আসা উচিত অন্যান্য ক্ষেত্রের প্রভাবশালীদেরও ৷ আর সেটা হলেই একমাত্র, বিষয়টি পৌঁছবে আন্তর্জাতিক স্তরে এবং সরকার এমন আইন প্রণয়ন করা থেকে পিছু হটবে বলে মনে করেন দারিয়া কাসাতকিনা ৷

আরও পড়ুন:প্রেম তো প্রেমই ! লিঙ্গভেদ ভুলে প্রেম উদযাপনের ডাক মিমির

Last Updated : Jul 20, 2022, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details