লন্ডন, 21 জুন :উইম্বলডন থেকে বহিষ্কার ঠেকাতে নাগরিকত্ব বদল করলেন রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড় (Russian Player Natela Dzalamidze Changes Nationality to Avoid Wimbledon Ban) ৷ ডবলস বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 43 নম্বর নাতেলা জালামিডজে জর্জিয়ার নাগরিকত্ব নিয়েছেন ৷ প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন রুখতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া এবং দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমি দেশগুলি ৷ সেই তালিকায় রয়েছে ব্রিটেনও ৷ ফলত, ব্রিটিশ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডনেও (Wimbledon 2022) খেলতে পারবেন না রাশিয়ান টেনিস খেলোয়াড় ৷ তাই নিজের নাগরিকত্ব বদলে ফেললেন নাতেলা ৷
29 বছর বয়সী নাতেলা জালামিডজের জন্ম রাশিয়ার মস্কোয় ৷ তবে উইম্বলডনে খেলার সুযোগ যেন হাতছাড়া না হয়, তাই তিনি জর্জিয়ার নাগরিক হিসাবে উইম্বলডনে নিজের নাম অন্তর্ভুক্ত করিয়েছেন ৷ এমনকী মে মাসে ফ্রেঞ্চ ওপেনেও নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন নাতেলা ৷ এবার জর্জিয়ার হয়ে উইম্বলডনে মহিলাদের ডবলসে সার্বিয়ান আলেকজান্দ্রা ক্রুনিকের সঙ্গে জুটি বেঁধে অংশ নেবেন ৷ প্রসঙ্গত, ঘাস-কোর্টের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী 27 জুন থেকে ৷