পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wimbledon 2022 : উইম্বলডন খেলতেই হবে ! নাগরিকত্ব বদল রাশিয়ান টেনিস খেলোয়াড়ের - Wimbledon 2022 Russian Tennis Player News

টেনিসের সবচেয়ে পুরনো গ্র্যান্ডস্ল্যামে অংশ নিতে নিজের নাগরিকত্ব বদলে ফেললেন রাশিয়ান খেলোয়াড় নাতেলা (Russian Player Natela Dzalamidze Changes Nationality to Avoid Wimbledon Ban) ৷ ব্রিটেন রাশিয়ান খেলোয়াড়দের উপর যে কোনও স্পোর্টিং ইভেন্টে নিষেধাজ্ঞা জারি করেছে ৷

Russian Tennis Player Natela Dzalamidze Changes Nationality
উইম্বলডন খেলতে চান রাশিয়ার নাতেলা জালামিডজে

By

Published : Jun 21, 2022, 12:26 PM IST

লন্ডন, 21 জুন :উইম্বলডন থেকে বহিষ্কার ঠেকাতে নাগরিকত্ব বদল করলেন রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড় (Russian Player Natela Dzalamidze Changes Nationality to Avoid Wimbledon Ban) ৷ ডবলস বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 43 নম্বর নাতেলা জালামিডজে জর্জিয়ার নাগরিকত্ব নিয়েছেন ৷ প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন রুখতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া এবং দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমি দেশগুলি ৷ সেই তালিকায় রয়েছে ব্রিটেনও ৷ ফলত, ব্রিটিশ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডনেও (Wimbledon 2022) খেলতে পারবেন না রাশিয়ান টেনিস খেলোয়াড় ৷ তাই নিজের নাগরিকত্ব বদলে ফেললেন নাতেলা ৷

29 বছর বয়সী নাতেলা জালামিডজের জন্ম রাশিয়ার মস্কোয় ৷ তবে উইম্বলডনে খেলার সুযোগ যেন হাতছাড়া না হয়, তাই তিনি জর্জিয়ার নাগরিক হিসাবে উইম্বলডনে নিজের নাম অন্তর্ভুক্ত করিয়েছেন ৷ এমনকী মে মাসে ফ্রেঞ্চ ওপেনেও নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন নাতেলা ৷ এবার জর্জিয়ার হয়ে উইম্বলডনে মহিলাদের ডবলসে সার্বিয়ান আলেকজান্দ্রা ক্রুনিকের সঙ্গে জুটি বেঁধে অংশ নেবেন ৷ প্রসঙ্গত, ঘাস-কোর্টের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী 27 জুন থেকে ৷

আরও পড়ুন:Rafael Nadal : নাদালের উইম্বলডনে খেলা নির্ভর করছে বাঁ-পায়ের চোটের উপর

বছরের তৃতীয় এই গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট শুরু হবে বিশ্বের 1 নম্বর ড্যানিয়েল মেদভেদেভ এবং আন্দ্রে রবলেভের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দিয়ে ৷ মহিলাদের মধ্যে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন অ্যারিনা সাবালেঙ্কা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ৷ তবে, উইম্বলডনে অংশ নিতে একজন খেলোয়াড়কে তাঁর নাগরিকত্ব বদলে ফেলতে হচ্ছে ৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ৷ বিতর্ক তৈরি হওয়ায় এ নিয়ে বিবৃতি দিয়েছে উইম্বলডনের আয়োজক 'অল ইংল্যান্ড ক্লাব' ৷ যেখানে বলা হয়েছে, ‘‘পেশাদার টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের নাগরিকত্ব নির্ধারিত হয় তিনি কোন পতাকা নিয়ে অংশ নিচ্ছেন, তার উপর ভিত্তি করে ৷ আর এই পুরো প্রক্রিয়াটি দেখাশোনা করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ৷’’ কার্যত পুরো ঘটনায় আয়োজকদের কোনও ইন্ধন নেই বলে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details