নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনে সেনা অভিযানের রেশ এবার অ্যাথলেটিকসে ৷ ফিফা এবং ইউয়েফার পর বিশ্ব অ্যাথলিট সংস্থা আইএএএফ রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের বহিষ্কার করল (Russia Ukraine War World Athletics Suspend Russia and Belarus) ৷ তাঁরা বিশ্ব অ্যাথলেটিকসের কোনও ইভেন্টে অংশ নিতে পারবেন না ৷ একটি বিবৃতি প্রকাশ করে এমনটা জানিয়েছে আইএএএফ ৷
বিশ্ব অ্যাথলেটিকসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই মুহূর্তে রাশিয়া এবং বেলারুশের সকল অ্যাথলিট, সাপোর্ট স্টাফ ও তাঁদের সঙ্গে জড়িত সস্থাগুলিকে বিশ্ব অ্যাথলেটিকসের সকল ইভেন্ট থেকে অদূর ভবিষ্যৎ পর্যন্ত বাদ দেওয়া হল ৷ ’’ বিশ্ব অ্যাথলেটিকসের এই সিদ্ধান্তের আসার আগেই ক্রীড়া বিশ্ব রাশিয়াকে বয়কট করেছিল ৷ যেখানে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি রাশিয়াকে বহিষ্কারের প্রস্তাব পেশ করেছে ৷ তেমনি ফিফা, ইউয়েফা এবং ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন রাশিয়ান অ্যাথলিটস এবং দলগুলিকে বহিষ্কার করেছে ৷