পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Russia-Ukraine War : রাশিয়া ও বেলারুশকে বহিষ্কার করল বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা - Russia Ukraine War World Athletics Suspend Russia and Belarus

ইউক্রেনে একের পর এক হামলা এবং সে দেশের সাধারণ মানুষের প্রাণহানির খেসারত দিতে হচ্ছে রাশিয়ার ক্রীড়াবিদদের ৷ ফুটবল, ব্যাডমিন্টের পর এ বার বিশ্ব অ্যাথলেটিকসের মঞ্চেও বাদ পড়লেন রাশিয়ান অ্যাথলিটরা (Russia Ukraine War World Athletics Suspend Russia and Belarus) ৷ সেই সঙ্গে রাশিয়ার সঙ্গ দেওয়ায় একই শাস্তি বেলারুশকেও ৷

Russia-Ukraine War World Athletics Suspend Russia and Belarus
Russia-Ukraine War World Athletics Suspend Russia and Belarus

By

Published : Mar 2, 2022, 11:32 AM IST

নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনে সেনা অভিযানের রেশ এবার অ্যাথলেটিকসে ৷ ফিফা এবং ইউয়েফার পর বিশ্ব অ্যাথলিট সংস্থা আইএএএফ রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের বহিষ্কার করল (Russia Ukraine War World Athletics Suspend Russia and Belarus) ৷ তাঁরা বিশ্ব অ্যাথলেটিকসের কোনও ইভেন্টে অংশ নিতে পারবেন না ৷ একটি বিবৃতি প্রকাশ করে এমনটা জানিয়েছে আইএএএফ ৷

বিশ্ব অ্যাথলেটিকসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই মুহূর্তে রাশিয়া এবং বেলারুশের সকল অ্যাথলিট, সাপোর্ট স্টাফ ও তাঁদের সঙ্গে জড়িত সস্থাগুলিকে বিশ্ব অ্যাথলেটিকসের সকল ইভেন্ট থেকে অদূর ভবিষ্যৎ পর্যন্ত বাদ দেওয়া হল ৷ ’’ বিশ্ব অ্যাথলেটিকসের এই সিদ্ধান্তের আসার আগেই ক্রীড়া বিশ্ব রাশিয়াকে বয়কট করেছিল ৷ যেখানে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি রাশিয়াকে বহিষ্কারের প্রস্তাব পেশ করেছে ৷ তেমনি ফিফা, ইউয়েফা এবং ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন রাশিয়ান অ্যাথলিটস এবং দলগুলিকে বহিষ্কার করেছে ৷

আরও পড়ুন : Elina Svitolina : শত্রু দেশের প্রতিদ্বন্ধীর বিরুদ্ধে কোর্টে নামতে নারাজ সিতোলিনা

প্রসঙ্গত, আগামী 4 মার্চ অর্থাৎ, শুক্রবার থেকে বিশ্ব অ্যাথলিট সংস্থার চারটি টুর্নামেন্ট শুরু হচ্ছে ৷ যেগুলি হল- বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অরেগন 2022, বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপ বেলগ্রেড 2022 এবং বিশ্ব অ্যাথলেটিকস রেস ওয়াকিং টিম চ্যাম্পিয়নশিপ মাস্কেট 2022 ৷ এই ইভেন্টগুলিতে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা অংশ নিতে পারবেন না ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details