মস্কো, 9 ডিসেম্বর : চার বছরের জন্য কোনও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না রাশিয়া । একটি অ্যান্টি ডোপিং ল্যাবরেটরির তথ্যকে বিকৃত করার অভিযোগে আজ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থা চার বছরের জন্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে । 2020-র টোকিও অলিম্পিক এবং 2022-র বেজিংয়ের শীতকালীন অলিম্পিকেও অংশ নিতে পারবে না রাশিয়া ।
বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা এই নিষেধাজ্ঞা জারি করলেও রাশিয়ার অ্যাথলিটরা এককভাবে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে । তবে, সেক্ষেত্রে অ্যাথলিটদের প্রমাণ করতে হবে, তাঁরা রাশিয়ার এই ডোপিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন না ।