কলকাতা, 18 জুলাই: এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর মধুচন্দ্রিমা শেষ হয়েছিল আগেই ৷ কিন্তু পরবর্তীতে তিনি ভারতেই থাকবেন নাকি ফের পাড়ি দেবেন অস্ট্রেলিয়া? তা নিয়েই চলছিল জল্পনা ৷ সেইসব জল্পনার অবসান ঘটিয়ে এদেশেই রয়ে গেলেন রয় কৃষ্ণা ৷ তবে ফিজিয়ানের এবার নয়া ঠিকানা বেঙ্গালুরু এফসি (Roy Krishna Joins Bengaluru FC) ৷ অর্থাৎ, জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে নতুন মরশুমে জুটি বাঁধতে চলেছেন রয়। বাগান প্রাক্তনীর দলবদলে নয়া জুটির চমকের সম্ভবানাও উসকে দিল।
এটিকে মোহনবাগান ছেড়ে পুরনো ক্লাব ওয়েলিংটন ফোনিক্সে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছিলে ফিজিয়ানের ৷ পাশাপাশি ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি ও মুম্বই সিটি এফসি-র মতো দলগুলিরও প্রস্তাব ছিল তাঁর কাছে। এরইমধ্যে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করতে থাকে এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সও। তবে সেই চেষ্টা সফল হয়নি। আইএসএল-এই থেকে গেলেন রয় কৃষ্ণা ৷ বিএফসি-তে ফের একবার দেখা যাবে প্রবীর দাস-রয় কৃষ্ণার সেলিব্রেশনও। বাগানে প্রবীরের সেন্টার থেকে বাড়ানো বল ধরে কৃষ্ণার গোল এবং তারপর দুই ফুটবলারের সেলিব্রেশন ছিল পরিচিত ছবি। সবুজ-মেরুন ছাড়লেও পরিচিত সেই ছবি কি দেখা যাবে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ? উত্তর দেবে সময় ৷