ফতোরদা, 28 জানুয়ারি : শনিবার চলতি আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি (ISL Kolkata Derby )। নতুন বছরে আইএসএলের প্রথম কলকাতা ডার্বির আগে ধাক্কা এটিকে মোহনবাগান শিবিরে ৷ বড় ম্যাচে নজর কাড়া পারফরম্যান্স দেওয়া ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা শনিবারের ম্যাচে অনিশ্চিত ৷ জানিয়ে দিলেন কোচ জুয়ান ফেরান্দো ৷ তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট এতটাই গুরুতর যে ডার্বির আগে সুস্থ করে তোলার চেষ্টা করলেও আশার কথা শোনাতে পারেননি সবুজ-মেরুন কোচ ৷
গত কয়েক সপ্তাহ ধরে সময়টা ভাল যাচ্ছে না রয় কৃষ্ণের ৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ কোয়ারান্টিনে থাকার দরুণ পরিবারের থেকে দূরে ছিলেন ৷ ফলে মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত ছিলেন ৷ পাশাপাশি হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর ৷ ফলে শনিবারের বড় ম্যাচের জন্য একশো শতাংশ ফিট নন তিনি ৷ এই পরিস্থিতিতে জোর করে ম্যাচ ফিজিয়ান স্ট্রাইকারকে মাঠে নামাতে রাজি নন কোচ ৷ এতে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন তিনি ৷ ডার্বিতে নামলে দুই থেকে তিন সপ্তাহের জন্য তিনি ছিটকে যেতে পারে বলেই আশঙ্কা ৷
কোচের চেয়ারে বসে প্রথমবার ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের সাক্ষী থাকবেন ফেরান্দো । ডার্বিতে সাফল্য পেলে প্রথম চারে জায়গা করে নেবে দল ৷ ফলে এই ম্যাচের গুরুত্ব তাঁর জানা । সেকথা মাথায় রেখেই ফেরান্দো বলছেন, "ডার্বিতে অংশগ্রহণ সবসময় আনন্দের । আমাদের লক্ষ্য তিন পয়েন্ট জিতে নেওয়া । অবশ্যই এই ম্যাচ ঘিরে আবেগ জড়িয়ে । তবে ফোকাস হারানো চলবে না ।"