পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Kolkata Derby : ডার্বিতে অনিশ্চিত রয় কৃষ্ণ, জানিয়ে দিলেন কোচ ফেরান্দো - ডার্বিতে অনিশ্চিত রয় কৃষ্ণ

বড় ম্যাচে নজর কাড়া পারফরম্যান্স দেওয়া ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা শনিবারের ম্যাচে অনিশ্চিত ৷ জানিয়ে দিলেন কোচ জুয়ান ফেরান্দো (ISL Kolkata Derby) ৷

ISL Kolkata Derby
রয় কৃষ্ণ

By

Published : Jan 28, 2022, 9:51 PM IST

ফতোরদা, 28 জানুয়ারি : শনিবার চলতি আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি (ISL Kolkata Derby )। নতুন বছরে আইএসএলের প্রথম কলকাতা ডার্বির আগে ধাক্কা এটিকে মোহনবাগান শিবিরে ৷ বড় ম্যাচে নজর কাড়া পারফরম্যান্স দেওয়া ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা শনিবারের ম্যাচে অনিশ্চিত ৷ জানিয়ে দিলেন কোচ জুয়ান ফেরান্দো ৷ তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট এতটাই গুরুতর যে ডার্বির আগে সুস্থ করে তোলার চেষ্টা করলেও আশার কথা শোনাতে পারেননি সবুজ-মেরুন কোচ ৷

গত কয়েক সপ্তাহ ধরে সময়টা ভাল যাচ্ছে না রয় কৃষ্ণের ৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ কোয়ারান্টিনে থাকার দরুণ পরিবারের থেকে দূরে ছিলেন ৷ ফলে মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত ছিলেন ৷ পাশাপাশি হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর ৷ ফলে শনিবারের বড় ম্যাচের জন্য একশো শতাংশ ফিট নন তিনি ৷ এই পরিস্থিতিতে জোর করে ম্যাচ ফিজিয়ান স্ট্রাইকারকে মাঠে নামাতে রাজি নন কোচ ৷ এতে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন তিনি ৷ ডার্বিতে নামলে দুই থেকে তিন সপ্তাহের জন্য তিনি ছিটকে যেতে পারে বলেই আশঙ্কা ৷

কোচের চেয়ারে বসে প্রথমবার ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের সাক্ষী থাকবেন ফেরান্দো । ডার্বিতে সাফল্য পেলে প্রথম চারে জায়গা করে নেবে দল ৷ ফলে এই ম্যাচের গুরুত্ব তাঁর জানা । সেকথা মাথায় রেখেই ফেরান্দো বলছেন, "ডার্বিতে অংশগ্রহণ সবসময় আনন্দের । আমাদের লক্ষ্য তিন পয়েন্ট জিতে নেওয়া । অবশ্যই এই ম্যাচ ঘিরে আবেগ জড়িয়ে । তবে ফোকাস হারানো চলবে না ।"

আরও পড়ুন : East Bengal Coach Mario Ribeiro: ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো

প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল চলতি আইএসএলে শুধু অতীতের ছায়া মাত্র । ধারে ভারে সবুজ-মেরুনের থেকে খাতায় কলমে পিছিয়ে । যদিও ডার্বিতে নামার আগে সবুজ-মেরুন শিবির বিষয়টি মাথায় রাখতে নারাজ । প্রতিপক্ষ সম্বন্ধে সমীহ প্রকাশ করে কোচ বলছেন, "দল হিসেবে ইস্টবেঙ্গল বদলে গিয়েছে । দল হিসেবে এখন ওরা সংঘবদ্ধ । তাই ম্যাচটা খুব একটা সহজ হবে না । সত্যিই ওরা কঠিন লড়াই ছুড়ে দিচ্ছে । বেশ কিছু জায়গায় উন্নতি করেছে । তাই আমাদের আক্রমণভাগকে আরও সতর্ক হতে হবে । ইস্টবেঙ্গলে সোতা রয়েছে । ওর ম্যাচ ঘোরানোর ক্ষমতা রয়েছে ৷"

চলতি আইএসএল ফাঁকা স্টেডিয়ামে হচ্ছে । ডার্বিও তার ব্যতিক্রম নয় । ভারতে পা-দেওয়ার পরে শুধু এফসি গোয়ার খেলা দেখতেন ফেরান্দো । তারপর ডার্বির পরিবেশ দেখে অবাক হয়েছিলেন । কলকাতায় ডুরান্ড কাপ খেলতে গিয়ে সেই দর্শকপূর্ণ স্টেডিয়ামের ছবি কিছুটা দেখেছেন । ডার্বিতে দর্শক থাকলে তাই পরিবেশ কী হত তা অনুভব করতে পারছেন । আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপে খেলার স্বপ্ন দেখা ফেরান্দো আপাতত ডার্বির তিন পয়েন্ট-কে পাখির চোখ করতে চান ।

আরও পড়ুন : ISL Kolkata Derby : ইস্টবেঙ্গল প্রতিশোধের মেজাজে থাকবে, দলকে সতর্ক করলেন বুমোস

ABOUT THE AUTHOR

...view details