পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: কোয়ার্টার ফাইনালেও একাদশে নেই রোনাল্ডো, মহাতারকাকে বেঞ্চে রেখেই শুরু করছে পর্তুগাল - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

প্রি-কোয়ার্টার ফাইনালের একাদশে কোনও বদল আনেননি কোচ ফার্নান্দো স্যান্টোস (FIFA World Cup 2022) । ফলে বেঞ্চেই ঠাঁই হয়েছে 'সিআর সেভেন'-এর (Cristiano Ronaldo) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 10, 2022, 7:34 PM IST

Updated : Dec 10, 2022, 8:20 PM IST

আল থুমামা, 10 ডিসেম্বর: এবার কোয়ার্টার ফাইনালেও একাদশে জায়গা হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । দলের তারকা খেলোয়াড়কে বাইরে রেখেই প্রথম একাদশ সাজিয়েছেন কোচ ফার্নান্দো স্যান্টোস (FIFA World Cup 2022) । প্রি-কোয়ার্টার ফাইনালের একাদশে কোনও বদল আনেননি তিনি । ফলে বেঞ্চেই ঠাঁই হয়েছে 'সিআর সেভেন'-এর (Ronaldo benched against Morocco) ।

এই নিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রোনাল্ডোকে ছাড়াই শুরু করছে পর্তুগাল । এর আগে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচেও তারকা খেলোয়াড়কে বেঞ্চেই রেখেছিলেন হেডস্যর । তাঁর জায়গায় নেমে সুইজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন গঞ্জালো ব়্যামোস । ফলে গুঞ্জন শুরু হয়েছিল, দেশের জার্সিতে রোনাল্ডোর জার্নি শেষ হওয়া হয়তো শুধুই সময়ের অপেক্ষা । জল্পনা ছড়িয়েছে কোচের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হওয়া নিয়েও । যদিও কোচ স্যান্টোস জানিয়েছিলেন, তাঁর স্ট্র্যাটেজির কারণেই একাদশে জায়গা হয়নি তারকার ।

বেঞ্চেই শুরু করছেন পর্তুগিজ তারকা

পঞ্চম এবং সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামা রোনাল্ডোকে 74 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামানো হয় । একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায় । এদিনও দলের সর্বোচ্চ স্কোরারকে ছাড়াই (FIFA World Cup 2022) তৃতীয় কোয়ার্টারে বিশ্বকাপে অঘটন ঘটানো মরক্কোর বিরুদ্ধে নামছে পর্তুগাল ৷ যাঁদের টিম গেমের বিরুদ্ধে খেলতে হবে পেপে-ওটাভিয়োদের ৷

আরও পড়ুন: সিআর 7 নন, কোয়ার্টারে বিশেষজ্ঞদের বাজি ব্রুনো-ব়্যামোসরা

Last Updated : Dec 10, 2022, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details