পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের 'উসেইন বোল্ট' হতে চায় সোদপুরের রোহন - rohan ghosh

সোদপুর ঘোলা থানার খুব কাছে নেতাজি সংঘের মাঠ । সেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দাপিয়ে বেড়ায় ক্রীড়া প্রতিভার দল । গত সত্তর বছর ধরে এই ছবির সঙ্গে পরিচিত মাঠের প্রতিটি ঘাস । চ্যাম্পিয়নের বাস এখানে নতুন নয় ।

ভারতের 'উসেইন বোল্ট' হতে চায় সোদপুরের রোহন
ভারতের 'উসেইন বোল্ট' হতে চায় সোদপুরের রোহন

By

Published : Feb 4, 2021, 9:04 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : উসেইন বোল্টের ঝোড়ো গতি ওর মনে স্বপ্ন জোগায় । জামাইকান কিংবদন্তির মত ওর প্রিয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট । লং জাম্প করতেও ভালোবাসে । আর এখানেই জামাইকার সঙ্গে স্বপ্ন সেতু তৈরি হয় । নাম রোহন ঘোষ ৷ বাংলার অ্যাথলেটিকসের প্রতিশ্রুতিমান অ্যাথলিট ।

সোদপুর ঘোলা থানার খুব কাছে নেতাজি সংঘের মাঠ । সেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দাপিয়ে বেড়ায় ক্রীড়া প্রতিভার দল । গত সত্তর বছর ধরে এই ছবির সঙ্গে পরিচিত মাঠের প্রতিটি ঘাস । চ্যাম্পিয়নের বাস এখানে নতুন নয় । ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের আঁতুড় ঘর থেকে আশার আলো জ্বালাচ্ছে সাগর বৈদ্য, রোহন ঘোষরা । নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেরা সীমা না মেনে প্রতিকূলতাকে 'বাপি বাড়ি যা' বলে সাফল্যের রাজপথে রোলস রয়েস চালানোর প্রস্তুতি নেয় । রোহন ঘোষ তেমনই এক নাম ৷

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেট দলেও কৃষক আন্দোলন নিয়ে কথা, জানালেন বিরাট

সোদপুর- খড়দহের মাঝখানে পার্থপুরে বাড়ি রোহনের । বাবা রংয়ের কাজ করেন । মা ঘরকন্নায় আটকে থাকলেও ছেলের বড় অ্যাথলিট হওয়ার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই চোখ তাঁর । এখানে বলে রাখা ভালো, ঘোষ দম্পতি প্রাক্তন অ্যাথলিট । কিন্তু দারিদ্র ওদের পথে অন্তরায় হয়েছিল । তাই ছেলের মাধ্যমে ইচ্ছে পূরণের গল্প লিখতে চান ওরা । সোদপুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী রোহন এবার জুনিয়র ন্যাশনালে বাংলা থেকে সুযোগ পেয়েছে । মাত্র আড়াই বছর বয়সে কোচ সীতাংশু আচার্যের কাছে খেলার হাতেখড়ি ৷ তারপর বয়স যত বেড়েছে ততই প্রস্ফুটিত হয়েছে রোহনের প্রতিভা ।

ভারতের 'উসেইন বোল্ট' হতে চায় সোদপুরের রোহন

সব গুরুকুলেই একজন আচার্য থাকেন । নেতাজি সংঘের মাঠ অ্যাথলেটিকস কোচ সীতাংশু আচার্যের গুরুকুল । অ্যাথলিট তৈরি করার নেশায় মশগুল মানুষটি জীবনে ছেড়েছেন অনেক পুরানো অভ্যাস । প্রাপ্তির ভাঁড়ার সেই তুলনায় নগণ্য । তবুও মানুষটি ব্যস্ত থাকেন । এই সীতাংশু আচার্যের "নতুন নেশা" রোহন ঘোষ । বললেন, "এই প্রতিভাগুলো যখন ডানা মেলে তখন আমার চোখ চিকচিক করে । কান্নার আনন্দ পাওয়ার নেশায় পড়ে থাকি আমি ৷" মাথায় টুপি, মুখে বাঁশি নিয়ে রোদে পোড়া চেহারা থেকে বেরিয়ে আসা শব্দগুলো নাড়িয়ে দেয় ।

আরও পড়ুন : কোহলিদের মোকাবিলায় ব্রিটিশদের ভরসা কারা

স্কুল গেমসে 12 বছর বয়সে 100, 200 এবং লং জাম্পে সোনা জিতেছিল রোহন । 2018, 2019, 2020 মরসুমে সেরা অ্যাথলিট হওয়ার হ্যাটট্রিক করেছে । 100 মিটারের রোহনের সময় 11.25 সেকেন্ড । লংজাম্পে সে 6.38 মিটার অনায়াসে লাফাতে পারে । এবার গুয়াহাটিতে জুনিয়র ন্যাশনালে তার নিজেকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ । রোহন বলছেন, "আমি পারব । নিজের পারফরম্যান্স নিজের মত করে করার তাগিদে অ্যাথলিট হয়েছি । বাবা মায়ের অধরা স্বপ্নপূরণের লক্ষ্য তো রয়েছেই । দেশের সফল অ্যাথলিট হওয়া পাখির চোখ । তবে এরজন্য তাড়াহুড়ো করতে চাই না । আপাতত জুনিয়র পর্যায়ে সফল হয়ে সিনিয়র পর্যায়ে পদক জয় করতে চাই । ধাপে ধাপে এগোতে চাই ৷"

ABOUT THE AUTHOR

...view details