মেলবোর্ন, 9 জানুয়ারি : এটিপি ট্যুরে প্রথমবার জুটিতে খেলে সাফল্য ভারতীয় টেনিস খেলোয়াড় রোহন বোপান্না এবং রামকুমার রামনাথন (Rohan Bopanna and Ramkumar Ramanathan win Doubles Title) ৷ আজ অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ডবলস ট্রফি জিতলেন তিনি এবং তাঁর ভারতীয় ডবলস সঙ্গী রামকুমার রামনাথন ৷ রবিবার প্রথম বাছাই ইভান ডডিগ এবং মার্সেলো মেলোকে 7-6 (6), 6-1 স্ট্রেট সেটে হারিয়ে দেন তাঁরা ৷
বোপান্নার অসাধারণ সার্ভিস রিটার্ন এবং রামকুমার রামনাথনের অলরাউন্ড গেমে ভর করে স্ট্রেট সেটে ম্যাচ জেতেন তাঁরা (Adelaide International Doubles) ৷ এক ঘণ্টা 21 মিনিটের লড়াইয়ে চারটি ব্রেক পয়েন্টের সুযোগ কাজে লাগিয়েছে ৷ এমনকি প্রতিপক্ষকে 2টি ব্রেক পয়েন্ট নেওয়া থেকেও আটকতে পেরেছেন তাঁরা ৷ এটি বোপান্নার 20 তম এটিপি ডবল জয় এবং রামকুমারের এটি প্রথম এটিপি ট্যুরের ডবলস ট্রফি জিতলেন ৷ এই স্তরে রামকুমারের দ্বিতীয় টুর্নামেন্ট ছিল ৷ রামকুমার প্রথম এটিপি ট্যুর টুর্নামেন্ট খেলে ছিলেন 2018 সালে হল অফ ফেম টেনিস টুর্নামেন্ট ৷