নিউ ইয়র্ক, 9 সেপ্টেম্বর: 13 বছর আগে ডাবলসে প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেনে খেতাব জয়ের জয়ের সুযোগ এসেছিল রোহন বোপান্নার কাছে। ভারতীয় এই তারকা 2010 সালে পাকিস্তানি সঙ্গী আইসাম-উল-হক কুরেশির সঙ্গে ফ্লাশিং মেডোয় ফাইনালে খেলেছিলেন। তবে সেই বছর হাতে ট্রফি তুলতে পারেননি বোপান্নারা। ফাইনালে ব্রায়ান ভাইদের কাছে হেরে গিয়েছিলেন। 13 বছর পর সেই ধারা বদলাতে পারতেন ভারতীয় তারকা। কিন্তু তা হল না ৷ সঙ্গী ম্যাথু এবডেনকে নিয়ে 6-2, 3-6, 4-6 ফলে বোপান্না হারলেন রাজীব রাম-জো স্যালিসবারি জুটির কাছে ।
যদিও ফাইনালে উঠে রেকর্ড গড়েছিলেন রোহন বোপান্না। পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে নিয়ে বোপান্না স্ট্রেট সেটে হারান ফ্রান্সের নিকোলাস মাহুত ও পিয়ের হিউজ হারবার্ট জুটিকে। সেমিফাইনালে বোপান্নারা জেতেন 7-6, 6-2 গেমে। 43 বছর 6 মাস বয়সে ইউএস ওপেনের ফাইনালে উঠে বিশ্বরেকর্ড গড়েন বোপান্না। শুক্রবার প্রথমে দারুণ শুরু করেও বোপান্না-এবডেন জুটি। 2-0 এগিয়ে যায় তারা। প্রথমে সার্ভিস ব্রেক করেছিল পরে সার্ভিসে পয়েন্ট তুলে নেয় বোপান্না-এবডেন জুটি।