কলকাতা, 15 সেপ্টেম্বর: "ওহে রজার, আমার ফোরহ্যান্ড নিয়ে কিছু টিপস ?" বছর দু'য়েক আগে টেনিস কোর্টে অবসরযাপনের একটি মুহূর্ত শেয়ার করে ফেডেরারের (Roger Federer) কাছে মূল্যবান পরামর্শ চেয়েছিলেন সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ ভার্চুয়ালি এভাবেই টেনিসের 'GOAT' রজার ফেডেরারের সঙ্গে আকছার জুড়েছিলেন 'ক্রিকেটে ঈশ্বর' সচিন তেন্ডুলকর ৷ অল ইংল্যান্ড ক্লাবে (All England Club) রজারের ব্যাকহ্যান্ড স্ম্যাশ উপভোগ করতে বারেবারেই ছুটে যেতেন 'লিটল মাস্টার' ৷ পালটা ক্রিকেট বলতে রজারের ধ্যানজ্ঞান ছিলেন 'বান্দ্রার বাদশা'-ই ৷ নিজ নিজ ঘরানায় শ্রেষ্ঠ এই দুই 2011 যখন মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন, অদৃশ্য এক জ্যোতির্বলয় তৈরি হয়েছিল অল ইংল্যান্ড ক্লাবে ৷
ঠিক এগারো বছর বাদে কোথাও এসে যেন মিলে গেলেন দুই কিংবদন্তি ৷ সচিনের মতোই 24 বছরের কেরিয়ারে যবনিকা টানলেন ফেডেরার (Roger Federer says good bye to his decorated 24 years career like Sachin Tendulkar) ৷ সচিন-ফেডেরারের প্রথম সাক্ষাতের সময় দ্বিতীয়জনের ঝুলিতে ছিল 16টি মেজর খেতাব ৷ প্রথমজন ব্যাট-গ্লাভস তুলে রেখেছিলেন ঠিক দু'বছর বাদে ৷ কিন্তু টেনিস কোর্টে রজার তখনও দ্যুতি ছড়াচ্ছেন ৷ 2013 সচিনের কেরিয়ারে ইতি টানার পর আরও তিনটি মেজর খেতাব জিতেছেন রজার ৷ চোট-আঘাত অন্তরায় না-হয়ে দাঁড়ালে হয়তো ক্যাবিনেটে আরও দু-চারটে গ্র্যান্ড স্ল্যাম ধরা দিত ৷
কিন্তু শেষমেশ দেওয়াল লিখনটা পড়েই ফেললেন সুইস কিংবদন্তি ৷ গত তিন বছর লাগাতার চোট-অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার প্রতিযোগিতামূলক টেনিসকে আলবিদা জানালেন রজার ৷ সচিনের মতোই মণিমানিক্যে পূর্ণ 24 বছরের সুদীর্ঘ এক কেরিয়ারের পরিসমাপ্তি ঘটল ফেডেরারের ৷ কেরিয়ারের শেষবেলায় এসে তাই দুই কিংবদন্তি যেন মিশে গেলেন একই আলোকবিন্দুতে ৷ তবে তাঁর 24 বছরের কেরিয়ার যেন 24 ঘণ্টার মতোই কেটে গেল নিমেষে ৷ বিদায়কালে জানালেন 20টি মেজরের মালিক ৷