মুম্বই, 29 সেপ্টেম্বর:টেনিস কোর্টকে দীর্ঘ 24 বছর ধরে আচ্ছন্ন করে রেখেছিলেন অদ্ভূত এক মায়াজালে ৷ স্বভাবতই ব়্যাকেট তুলে রাখলেও রজার ফেডেরারের (Roger Federer) তৈরি করে যাওয়া মায়াজাল থেকে বেরোতে টেনিস অনুরাগীদের যে যথেষ্ট সময় লাগবে, তাতে কোনও সন্দেহ নেই ৷ আর সুইস কিংবদন্তির বিশ্বব্যাপী সেই অনুরাগী তালিকায় রয়েছেন গ্রহের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli) ৷ সদ্য অবসর পৃথিবীর পাসপোর্ট হাতে নেওয়া ফেডেরারকে বিরাট বার্তায় অবসরযাপনের শুভেচ্ছা জানালেন কোহলি ৷ জানালেন কীভাবে টেনিস মায়েস্ত্রো-র খেলা তাঁকে মুগ্ধ করেছিল ৷
এ পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু বিষয়টিতে মাদকতা জুড়ল ফেডেরার যখন বিরাট-বার্তার প্রত্যুত্তর দিলেন (Roger Federer Responds After Virat Kohlis Special Message) ৷ এটিপি ট্যুরের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে বিরাটের বার্তার পালটা দিয়ে আটবারের উইম্বলডন জয়ী লেখেন, "ধন্যবাদ বিরাট কোহলি ৷ আশা করছি খুব শীঘ্রই ভারতে আমাদের দেখা হচ্ছে ৷" কিন্তু ফেডেরার স্তুতিতে কী বললেন বিরাট ৷