পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Roger Federer: প্রথমবার উইম্বলডনে অতিথি ফেডেক্স, 8 বারের খেতাব জয়ীকে বিশেষ সম্মান আয়োজকদের

আবারও উইম্বলডনে রজার ফেডেরার ৷ তবে, এবার আর খেলোয়াড় নন ৷ এখন তিনি অতিথি ৷ ভিভিআইপি বক্সে বসে এক সময়ের প্রতিপক্ষ অ্যান্ডি মারের একপেশে জয় উপভোগ করলেন টেনিস গ্রেট ৷

Roger Federer ETV BHARAT
Roger Federer

By

Published : Jul 5, 2023, 11:27 AM IST

লন্ডন, 5 জুলাই: অবসরের পর প্রথমবার উইম্বলডনের সেন্টার কোর্টে আবির্ভাব হল রজার ফেডেরারের ৷ তবে, টেনিস গ্রেটকে প্রথমবার দেখা গেল সেন্টার কোর্টের গ্যালারিতে ৷ ভিভিআইপি স্ট্যান্ডে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঘাসের কোর্টের বেতাজ বাদশা ৷ এখানে পরপর 5 বার উইম্বলডন খেতাব জিতেছেন তিনি ৷ মঙ্গলবার উইম্বলডনে তাঁর একসময়ের প্রতিপক্ষ অ্যান্ডি মারের ম্যাচ দেখতে এসেছিলেন তিনি ৷ এইচআরএইচ প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন উপস্থিত ছিলেন সেন্টার কোর্টে ৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিজের স্বদেশীয় রেয়ান পেনিস্টনকে স্ট্রেট সেটে হারালেন মারে ৷

মঙ্গলবার ম্যাচ শুরুর আগে রজার ফেডেরারকে সম্মান জানায় উইম্বলডন অল ইংল্যান্ড ক্লাব ৷ সেখানে ফেডেরারের উইম্বলডনের দীর্ঘ যাত্রাকে সংক্ষিপ্ত একটি অডিয়ো-ভিজুয়ালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ৷ 2003 সালে প্রথম উইম্বলডন জয় দিয়ে যার সূচনা হয়েছিল ৷ আর 2007 সাল, অর্থাৎ পাঁচবার পরপর ঘাসের কোর্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ফেডেক্স ৷ পরবর্তী সময়ে 2009, 2012 ও 2017 সালে আরও তিনবার উইম্বলডন ট্রফি তোলেন তিনি ৷ আজও সর্বোচ্চ উইম্বলডন জয়ের রেকর্ড মালিক তিনি ৷

এর পাশাপাশি, টেনিস গ্রেটকে সম্মান জানিয়ে বর্তমান খেলোয়াড়রা একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন ৷ ইগা সোয়েতেক, অনস জাবেউর, কোকো গফ, জেসিকা পেগুলা-সহ অন্যান্য ভবিষ্য তারকারা ৷ তাঁদের কথায়, রজার একজন কিংবদন্তী ৷ যিনি টেনিসের প্রতিটি শটকে খুব সহজ করে তুলেছিলেন ৷ উইম্বলডনের দ্বিতীয় দিনে দুই ব্রিটিশ প্লেয়ার অ্যান্ডি মারে এবং রেয়ান পেনিস্টনের ম্যাচ দেখতে এসেছিলেন ফেডেরার ৷ যে ম্যাচ একপেশে ভাবে জিতে নেন অ্যান্ডি মারে ৷

আরও পড়ুন:ফের গুরপ্রীতের দস্তানার কামাল, কুয়েতকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার সেরা ভারত

স্বদেশীয় প্রতিপক্ষ রেয়ানকে 3-6, 0-6, 1-6 স্ট্রেট সেটে হারান ব্রিটিশ তারকা ৷ ম্যাচে রেয়ানের সামনে মাত্র দু’বার ব্রেক পয়েন্ট নেওয়ার সুযোগ এসেছিল ৷ কিন্তু, দু’বারই ব্যর্থ হয়েছেন তিনি ৷ অন্যদিকে, মারে 13 বার সুযোগ পেয়ে সাতবার ব্রেক পয়েন্ট জেতেন ৷ ফার্স্ট সার্ভ ও সেকেন্ড সার্ভ জয়ের শতাংশেও অনেক এগিয়েছিলেন অ্যান্ডি মারে ৷ ফার্স্ট সার্ভ 63 শতাংশ উইনিং ছিল তাঁর ৷ আর দ্বিতীয় সার্ভে তা আরও বেড়ে 76 শতাংশ হয়ে যায় ৷ তবে, বৃষ্টি বিঘ্নিত উইম্বলডনে দ্বিতীয় দিনে 8টি ম্যাচ সাসপেন্ড হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details