লন্ডন, 23 সেপ্টেম্বর: চিরপ্রতিদ্বন্দ্বী ৷ একজন ঘাসের কোর্টের অবিসংবাদী নায়ক ৷ আরেকজন লাল সুড়কির সম্রাট ৷ 2004 সালে মিয়ামি মাস্টার্সে মুখোমুখি হয়েছিলেন বর্তমানের দুই 'কিংবদন্তি' ৷ বিশ্ব টেনিসের এক নম্বরকে ওই ম্যাচে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছিলেন 17 বছরের তরুণ, রাফায়েল নাদাল (Rafael Nadal) ৷ স্প্যানিয়ার্ডের দাপট দেখে চমকে গিয়েছিলেন উলটোদিকে থাকা সুইশ তারকা, রজার ফেডেরার (Roger Federer) ৷
সেই শুরু ৷ তারপর থেকে টানা দেড় যুগ চলেছে দুই টেনিস মায়েস্ত্রোর দ্বৈরথ ৷ শুক্রবার সেই লড়াইয়েই পাকাপাকিভাবে দাঁড়ি পড়ছে ৷ কিন্তু কী অদ্ভুদ সমাপতন ৷ সেন্টার কোর্টে জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন ফেডেরার ৷ লেভার কাপের ওই ম্যাচেও রজারের সঙ্গেই কোর্টে থাকবেন রাফা ৷ যদিও গত 18 বছরের অভ্যাসমতো নেটের দু'দিকে নয়, 'শত্রু'র শেষ ম্যাচে ফেডেরারের সঙ্গেই জুটি বাঁধবেন নাদাল (Roger Federer gears up for Last Dance with Rafael Nadal ) ৷