লন্ডন, 24 সেপ্টেম্বর: 369টি মেজর ম্যাচ জয় ৷ কেরিয়ারের 103টি এটিপি একক শিরোপা ৷ 20 বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ৷ 2 বারের অলিম্পিক পদক বিজয়ী ৷ শুধু এই আপাত নিরীহ তাত্ত্বিক পরিসংখ্যানই কি রজারের (Roger Federer) শ্রেষ্ঠত্ব বিচার করতে যথেষ্ট ? ফেডেরার মানেই তো আবেগ, শিল্প এবং সংযমের আশ্চর্য সংমিশ্রন ৷ শেষ 24 বছর ধরে যে চিত্রপটের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন টেনিসপ্রেমীরা (Roger Federer bids teary farewell) ৷
ওপেন এরায় টুর্নামেন্ট জয়ের নিরিখে সুইস টেনিস তারকার সামনে রয়েছেন একমাত্র জিমি কোনর্স ৷ মার্কিন টেনিস কিংবদন্তি রজারের সম্পর্কে বলেছিলেন, "বর্তমানে টেনিসে স্পেশালিস্টদের যুগ ৷ হয় আপনি লাল মাটিতে স্পেশালিস্ট, ঘাসের কোর্টে স্পেশালিস্ট, হার্ড কোর্টে স্পেশালিস্ট ৷ নয়তো আপনি রজার ফেডেরার ।"
সেই ফেডেরারই এদিন চিরকালের মতো ব়্যাকেট তুলে রাখলেন (Federer Bids Adieu) ৷ আর কান্নাভেজা চোখে সেই দৃশ্য দেখল বিশ্ববাসী ৷ ম্যাচ শেষে কোর্টের ধারে বসে কাঁদছেন ফেডেরার । পাশে বসে কাঁদছেন 'চিরপ্রতিদ্বন্দ্বী' রাফায়েল নাদাল । মাথা নিচু করে পেছনে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে ৷ ইতিহাসে কথিত, আলেকজান্ডারের থেকে 'রাজার মতো' ব্যবহার প্রত্যাশা করেছিলেন পুরু ৷ ফ্যাব ফোরের প্রথম জনের বিদায়ে চোখ চিকচিক করছে চরম প্রতিপক্ষদের, ইতিহাস যেন ফিরে এল লন্ডনের ও2 এরিনায় ৷ এক কিংবদন্তির বিদায়ে বাকিদের আবেগ বুঝিয়ে দিল, 78 মিটারের টেনিস কোর্টকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছেন রজার ৷