পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rod Laver On Ashleigh Barty : 'পরিপূর্ণ প্লেয়ার', অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি বার্টির প্রশংসায় রড লেভার - Rod Laver praises Ash Barty on winning Australian Open

1978 ক্রিস ও'নেলের পর প্রথম অজি মহিলা প্লেয়ার হিসেবে তাঁর নামাঙ্কিত এরিনায় বার্টির খেতাব জয়ে উৎফুল্ল রড লেভার নিজে ৷ শনিবার একাধিক টুইটে অজি পাওয়ার হাউসের প্রশংসায় পঞ্চমুখ হলেন রড লেভার (Rod Laver praises Ash Barty on winning Australian Open) ৷

Ashleigh Barty with Australian Open title
'পরিপূর্ণ প্লেয়ার', অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি বার্টির প্রশংসায় রড লেভার

By

Published : Jan 30, 2022, 12:48 PM IST

মেলবোর্ন, 30 জানুয়ারি : ফরাসি ওপেন, যুক্তরাষ্ট্র ওপেনের পর অবশেষে ধরা দিল কাঙ্খিত অস্ট্রেলিয়ান ওপেন ৷ শনিবাসরীয় মেলবোর্ন পার্কে ডাফনে আকহার্স্ট মেমোরিয়াল ট্রফি ছিনিয়ে নিয়ে অ্যাশলে বার্টি বুঝিয়ে দিলেন সবধরনের কোর্টেই সমান সাবলীল তিনি ৷ একেতেই হোম গ্র্যান্ড স্ল্যাম তার উপর 44 বছর ধরে ঘরের মেয়ের ট্রফি না জেতার আগল ৷ অস্ট্রেলিয়ান ওপেন তাঁর কাছে যে কতটা কাঙ্খিত ছিল তা আর বলার অপেক্ষা রাখে না ৷ শনিবার যেন সব হিসেব মেটালেন বার্টি ৷

1978 ক্রিস ও'নেইলের পর প্রথম অজি মহিলা প্লেয়ার হিসেবে তাঁর নামাঙ্কিত এরিনায় বার্টির খেতাব জয়ে উৎফুল্ল রড লেভার নিজে ৷ বার্টিকে 'পরিপূর্ণ প্লেয়ার' আখ্যা দিলেন কিংবদন্তি (Rod Laver praises Ash Barty on winning Australian Open) ৷ শনিবার একাধিক টুইটে অজি পাওয়ার হাউসের প্রশংসায় পঞ্চমুখ হলেন রড লেভার ৷ কিংবদন্তি লেখেন, "তিন ভিন্ন সারফেসে গ্র্যান্ড স্ল্যাম জয় মুখের কথা নয় ৷ অ্য়াশলে বার্টি তুমি একজন পরিপূর্ণ প্লেয়ার ৷ আজ ভীষণ খুশি হচ্ছে আমার ৷ ঘরের কোর্টে ট্রফি জয়ের চেয়ে আনন্দের অনুভূতি আর কিছুতে নেই ৷ অভিনন্দন চ্যাম্পিয়ন ৷ অস্ট্রেলিয়াবাসীর সঙ্গে এই জয়ের আনন্দ ভাগ করে নিতে পেরে ভাললাগছে ৷" পরে ট্রফি হাতে বার্টির সঙ্গে মুহূর্তও ভাগ করে নেন কিংবদন্তি ৷

আরও পড়ুন : Australian Open : 42 বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বার্টি

শনিবার মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সকে স্ট্রেট সেটে উড়িয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ক্যাবিনেটে তোলেন অ্যাশ বার্টি (Ashleigh Barty beats Danielle Collins in Australian Open final) ৷ 1-5 পিছিয়ে থেকেও টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে নেন বিশ্বের পয়লা নম্বর ৷ বার্টির পক্ষে ম্যাচের ফল 6-3, 7-6 (7-2) ৷ প্রতিযোগিতায় কোনও সেট না খুঁইয়েই খেতাব জিতে নেন অজি তারকা ৷

ABOUT THE AUTHOR

...view details