মেলবোর্ন, 30 জানুয়ারি : ফরাসি ওপেন, যুক্তরাষ্ট্র ওপেনের পর অবশেষে ধরা দিল কাঙ্খিত অস্ট্রেলিয়ান ওপেন ৷ শনিবাসরীয় মেলবোর্ন পার্কে ডাফনে আকহার্স্ট মেমোরিয়াল ট্রফি ছিনিয়ে নিয়ে অ্যাশলে বার্টি বুঝিয়ে দিলেন সবধরনের কোর্টেই সমান সাবলীল তিনি ৷ একেতেই হোম গ্র্যান্ড স্ল্যাম তার উপর 44 বছর ধরে ঘরের মেয়ের ট্রফি না জেতার আগল ৷ অস্ট্রেলিয়ান ওপেন তাঁর কাছে যে কতটা কাঙ্খিত ছিল তা আর বলার অপেক্ষা রাখে না ৷ শনিবার যেন সব হিসেব মেটালেন বার্টি ৷
1978 ক্রিস ও'নেইলের পর প্রথম অজি মহিলা প্লেয়ার হিসেবে তাঁর নামাঙ্কিত এরিনায় বার্টির খেতাব জয়ে উৎফুল্ল রড লেভার নিজে ৷ বার্টিকে 'পরিপূর্ণ প্লেয়ার' আখ্যা দিলেন কিংবদন্তি (Rod Laver praises Ash Barty on winning Australian Open) ৷ শনিবার একাধিক টুইটে অজি পাওয়ার হাউসের প্রশংসায় পঞ্চমুখ হলেন রড লেভার ৷ কিংবদন্তি লেখেন, "তিন ভিন্ন সারফেসে গ্র্যান্ড স্ল্যাম জয় মুখের কথা নয় ৷ অ্য়াশলে বার্টি তুমি একজন পরিপূর্ণ প্লেয়ার ৷ আজ ভীষণ খুশি হচ্ছে আমার ৷ ঘরের কোর্টে ট্রফি জয়ের চেয়ে আনন্দের অনুভূতি আর কিছুতে নেই ৷ অভিনন্দন চ্যাম্পিয়ন ৷ অস্ট্রেলিয়াবাসীর সঙ্গে এই জয়ের আনন্দ ভাগ করে নিতে পেরে ভাললাগছে ৷" পরে ট্রফি হাতে বার্টির সঙ্গে মুহূর্তও ভাগ করে নেন কিংবদন্তি ৷