কলকাতা, 11 অক্টোবর: 'রিমুভ এটিকে' আন্দোলন নিয়ে উত্তাল মোহনবাগান ক্লাব। সবুজ-মেরুনের প্রাক্তন এবং বর্তমান কর্তারা একে অন্যকে দুষছেন । রিমুভ এটিকে আন্দোলন পৌঁছে গিয়েছে ক্লাব সচিব দেবাশিস দত্তের বাড়ি পর্যন্ত। সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দু'পক্ষই। তাঁদের মতে এভাবে বিক্ষোভ দেখানো উচিত হয়নি সমর্থকদের । তবে এটিকে রাখা না-রাখা নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসে গেল । শুধু তাই নয়, একে অপরের ঘাড়ে দোষও চাপালেন প্রাক্তন ও বর্তমান সচিব (Remove ATK movement sparked blame game in Mohun Bagan)।
সমর্থকদের প্রতিবাদ ঘিরে সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মোহনবাগান ক্লাব । সাধারণ সম্পাদক সত্যজিৎ চট্টোপাধ্যায়ের লেখা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ক্লাবের সুনাম নষ্ট করার চেষ্টা করেছেন কিছু সমর্থক । মার্জারের সময় দেবাশিস দত্ত সচিব ছিলেন না । তাই তাঁর এক্ষেত্রে বলার জায়গা ছিল না । আগের কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ।''
পালটা দিয়েছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুও । তিনি পালটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, 'ক্লাবের প্রেস রিলিজে সম্পূর্ন ভুল তথ্য পরিবেশিত হয়েছে। মার্জারের সময় ক্লাবের কমিটিতে যাঁরা ছিলেন, তাঁদের বেশিরভাগ সদস্য এবারও কমিটিতে আছেন। ফলে অনেকেই জানেন, আসল সত্যটা কী। ক্লাবের কমিটি সর্বসম্মতিক্রমে আমায় আর দেবাশিস দত্তকে দায়িত্ব দিয়েছিল পুরো ইস্যুটা নিয়ে এটিকের সঙ্গে আলোচনা করার জন্য । ফলে সেই আলোচনায় সমান দায়িত্ব দেবাশিস দত্তরও ছিল। তাছাড়া চুক্তিপত্রে ফুটবল টিমের তৎকালীন কোম্পানি (মোহনবাগান ফুটবল ক্লাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড)-এর তরফে আমি এবং দেবাশিস দত্ত দু'জনেই সই করেছিলাম ডিরেক্টর হিসেবে। ফলে চুক্তিপত্রে সময় কে সচিব আর কে অর্থ সচিব ছিলেন সেটা গুরুত্বপূর্ণ না। ক্লাবের তরফে একটা ভুল তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করা হচ্ছে।''