পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 30, 2022, 6:51 PM IST

ETV Bharat / sports

Real Madrid : চ্যাম্পিয়ন্স লিগ- রিয়াল মাদ্রিদের জাত্যাভিমানের আরেক নাম

প্রথমে ক্যাথেড্রাল, তারপর প্রশাসনিক প্রধানদের সঙ্গে সাক্ষাতের পর রবিবার সিবেলেস স্কোয়্যারে সূচনা হয় রিয়ালের 14তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় উদযাপন (Real Madrid win UEFA Champions League title for 14th time) ৷ যে ট্রফি লস ব্ল্যাঙ্কোসদের জাত্যাভিমানের আরেক নাম, বুক ঠুকে অহংকারের প্রতিশব্দ ৷

Real Madrid
চ্যাম্পিয়ন্স লিগ- রিয়াল মাদ্রিদের জাত্যাভিমানের আরেক নাম

কলকাতা, 30 মে : রবিবার সন্ধেয় মাদ্রিদ শহরের প্রাণকেন্দ্র সিবেলেস স্কোয়্যারে 4 লক্ষের মত রিয়াল মাদ্রিদ সমর্থকের জমায়েত ৷ প্রথমে ক্যাথেড্রাল, তারপর প্রশাসনিক প্রধানদের সঙ্গে সাক্ষাতের পর সূচনা হল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় উদযাপন (Real Madrid win UEFA Champions League title for 14th time) ৷ যে ট্রফি লস ব্ল্যাঙ্কোসদের জাত্যাভিমানের আরেক নাম, বুক ঠুকে অহংকারের প্রতিশব্দ ৷

প্যাকো গেন্তো, ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেদো দি স্তেফানো থেকে জিনেজিন জিদান কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে জুড়ে থাকা সবক'টি নাম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্নকে পরম যত্নে প্রতিপালন করেছিলেন নিজেদের মধ্যে ৷ সাদা জার্সিতে পাঁচটি ইউরোপ সেরার খেতাব জয়ী পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর মহাপ্রস্থানের পর মনে হয়েছিন এই বুঝি চ্যাম্পিয়ন্স লিগে আস্ফালন কমবে রিয়ালের ৷ ইউরোপ সেরার প্রতিযোগিতায় কৌলিন্য হারাবে 'লস ব্ল্যাঙ্কোস'-রা ৷

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় উদযাপনে রবিবার সিবেলেস স্কোয়্যারে রিয়াল মাদ্রিদ সমর্থকের জমায়েত

কিন্তু তাঁরাও যে একইভাবে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন লালন করতে সক্ষম হয়েছেন, বুঝিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, করিম বেঞ্জেমারা ৷ তাও এমন একটা মরশুমে, যে মরশুম থেকে হয়তো অনুরাগীদের খুব বেশি চাওয়া ছিল না ফুটবলারদের কাছে ৷ রোনাল্ডো আগেই গিয়েছেন ৷ 2021-22 মরশুমের আগে দল ছাড়লেন রক্ষণের দুই স্তম্ভ সার্জিও রামোস, রাফায়েল ভারানে ৷ পরিবর্তে বায়ার্ন থেকে এসে চ্যালেঞ্জটা ভালই নিলেন ডেভিড আলাবা ৷ সঙ্গে পুরাতন অথচ বাতিল ঘোড়া এদের মিলিতাও, ফারল্যান্ড মেন্ডিরা সুযোগ পেয়ে তাগিদটা বোঝালেন ৷

ক্রুস-বেঞ্জেমা-ইস্কোর উল্লাস

আর আপফ্রন্টে রিয়ালের ভরসার শালগ্রাম শিলা করিম বেঞ্জেমা যেন মার্ভেলের কোনও এক সুপারহিরো হিসেবে অবতীর্ণ হলেন সদ্য শেষ হওয়া মরশুমে ৷ পরিস্থিতি যাইহোক, ফরাসি গোলমেশিন ঠিক উতরে দেবেন ৷ এক বুক বিশ্বাস ছিল গোটা দলের ৷ আর তাতেই একে একে নক-আউট মঞ্চে রিয়াল পেরিয়ে গেল পিএসজি, চেলসি, ম্যান সিটি-র মত কঠিন সব গাঁট ৷ আর ফাইনাল জন্ম দিয়ে গেল দুই তারকার ৷ যার মধ্যে রয়েছেন অতীতের ক্লাবে চরম উপেক্ষিত এক অকুতোভয় গোলরক্ষক থিবো কুর্তোয়া এবং রিয়ালেই কেরিয়ারের শুরুতে চরম লাঞ্ছিত ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র ৷

আরও পড়ুন : রিয়ালকে জিতিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিক আন্সেলোত্তি

সিবেলেস স্কোয়্যারে ট্রফি সেলিব্রেশন অনুষ্ঠানে রবিবার ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সদর্প ঘোষণা, "আবারও ইতিহাস তৈরি করল রিয়াল মাদ্রিদ ৷" যে ঘোষণায় মিশে ছিল 14 বার ইউরোপ সেরা ট্রফি জেতার অহংকার ৷ কারণটা খুবই স্বাভাবিক ৷ দ্বিতীয় এবং তৃতীয়স্থানে থাকা এসি মিলান এবং লিভারপুলের সম্মিলিত চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের সংখ্যাকেও যে ছাপিয়ে গেল রিয়াল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details