কলকাতা, 30 মে : রবিবার সন্ধেয় মাদ্রিদ শহরের প্রাণকেন্দ্র সিবেলেস স্কোয়্যারে 4 লক্ষের মত রিয়াল মাদ্রিদ সমর্থকের জমায়েত ৷ প্রথমে ক্যাথেড্রাল, তারপর প্রশাসনিক প্রধানদের সঙ্গে সাক্ষাতের পর সূচনা হল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় উদযাপন (Real Madrid win UEFA Champions League title for 14th time) ৷ যে ট্রফি লস ব্ল্যাঙ্কোসদের জাত্যাভিমানের আরেক নাম, বুক ঠুকে অহংকারের প্রতিশব্দ ৷
প্যাকো গেন্তো, ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেদো দি স্তেফানো থেকে জিনেজিন জিদান কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে জুড়ে থাকা সবক'টি নাম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্নকে পরম যত্নে প্রতিপালন করেছিলেন নিজেদের মধ্যে ৷ সাদা জার্সিতে পাঁচটি ইউরোপ সেরার খেতাব জয়ী পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর মহাপ্রস্থানের পর মনে হয়েছিন এই বুঝি চ্যাম্পিয়ন্স লিগে আস্ফালন কমবে রিয়ালের ৷ ইউরোপ সেরার প্রতিযোগিতায় কৌলিন্য হারাবে 'লস ব্ল্যাঙ্কোস'-রা ৷
কিন্তু তাঁরাও যে একইভাবে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন লালন করতে সক্ষম হয়েছেন, বুঝিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, করিম বেঞ্জেমারা ৷ তাও এমন একটা মরশুমে, যে মরশুম থেকে হয়তো অনুরাগীদের খুব বেশি চাওয়া ছিল না ফুটবলারদের কাছে ৷ রোনাল্ডো আগেই গিয়েছেন ৷ 2021-22 মরশুমের আগে দল ছাড়লেন রক্ষণের দুই স্তম্ভ সার্জিও রামোস, রাফায়েল ভারানে ৷ পরিবর্তে বায়ার্ন থেকে এসে চ্যালেঞ্জটা ভালই নিলেন ডেভিড আলাবা ৷ সঙ্গে পুরাতন অথচ বাতিল ঘোড়া এদের মিলিতাও, ফারল্যান্ড মেন্ডিরা সুযোগ পেয়ে তাগিদটা বোঝালেন ৷