সেভিল, 7 মে: প্রায় একদশক পর ফের কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৷ শনিবার রাতে ওসাসুনাকে ফাইনালে 2-1 গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ ম্যাচের 2 মিনিট এবং 70 মিনিটে দু’টি গোলই করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো সিলভা ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধের 58 মিনিটে ওসাসুনার হয়ে একমাত্র গোলটি করেন লুকাস তোরো ৷ স্প্যানিশ কাপ হাতে নিয়ে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার ৷ ঘরের মাঠে তাদের কঠিন প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ৷
2014 সালে শেষবার কোপা দেল রে জিতেছিল রিয়াল ৷ তারপর থেকে মোট 14টি খেতাব জিতেছে রিয়াল মাদ্রিদ ৷ যার মধ্যে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরা ক্লাব হয়েছে বেঞ্জিমা এবং মদ্রিচরা ৷ একাধিকবার লা লিগা খেতাবও জিতেছে ৷ কিন্তু, গত আট মরশুমে রয়্যাল স্প্যানিশ কাপ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ ৷ তবে, শনিবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটেছে ৷ ফাইনালে কিক অফের শুরু থেকেই আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ ৷ যার ফলে 2 মিনিটের মধ্যেই গতবারের লা লিগা জয়ী দলকে 1-0 গোলে এগিয়ে দেন রদ্রিগো সিলভা ৷
বাঁ-দিক থেকে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ওসাসুনার ডিফেন্স লাইনকে কাটিয়ে বক্সের মধ্যে ঢোকেন ৷ সেখানে ক্রস লাইনের ধার থেকে জুনিয়রের ব্যাক পাস জালে জড়িয়ে দেন রদ্রিগো ৷ এর পর একাধিকবার সুযোগ তৈরি করলেও, শট টার্গেটে রাখতে ব্যর্থ হন করিম বেঞ্জিমারা ৷ তবে, শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল রিয়াল মাদ্রিদ ৷ যার প্রমাণ বল পজিশন ৷ 59 শতাংশ বল পজিশন ছিল রিয়াল মাদ্রিদের দখলে ৷ পাসিং অ্যাকিউরেসিও ছিল 85 শতাংশ ৷ যা প্রতিপক্ষ ওসাসুনার ক্ষেত্রে ছিল 78 শতাংশ ৷