বার্সেলোনা, 28 অক্টোবর: দুরন্ত বেলিংহাম ৷ কেরিয়ারের প্রথম এল ক্লাসিকো খেলতে নেমেই তারকা ইংল্যান্ডের মিডফিল্ডার ৷ শনিবার কাতালান ক্যাপিটালের এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি রিয়াল মাদ্রিদের ৷ সৌজন্যে বেলিংহামের ইনজুরি টাইমে করা গোল ৷ জুডের জোড়াগোলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল ‘দ্য হোয়াইটস’রা ৷
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা ৷ ম্যাচের 6 মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়ান ইকে গুন্ডোগান ৷ বল দখল, আক্রমণ, গোলমুখী শট সবেতেই এগিয়ে জাভির ছেলেরা ৷ প্রায় একঘণ্টা পর থেকে ম্যাচে ফিরতে শুরু করে ক্রুস, ভালভেরদেরা ৷ 68 মিনিটে প্রথম গোল করেন বেলিংহাম ৷ 92 মিনিটের মাথায় ফের বার্সার জালে বল জড়ান ইংল্যান্ড মিডিও ৷ এই মুহূর্তে রিয়ালের জার্সিতে 13টি ম্যাচ খেলে 13টি গোল করে ফেললেন বেলিংহাম ৷ ফেরান তোরেসের বদলে 61 মিনিটের মাথায় মাঠে নামেন রবার্ট লেওয়ানডস্কি ৷ প্রায় আধঘণ্টা মাঠে থাকলেও কাজের কাজটা করতে পারেননি পোলিস তারকা ৷