কলকাতা, 22 জানুয়ারি : প্রয়াত সুভাষ ভৌমিক, প্রিয় ‘ভোম্বলদা’র প্রয়াণে শোকস্তব্ধ ময়দান (Subhash Bhowmick Passes Away) ৷ খেলোয়াড়ি জীবনে ছিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ ৷ তাঁর ভয়ে রীতিমতো কাঁপতেন বিপক্ষের ডিফেন্ডাররা ৷ কোচিং জীবনেও ছিলেন একইরকম ৷ দলের স্বার্থে সেরা বিদেশিকে যেমন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে দু'বার ভাবেননি, তেমনই তাঁর হাত ধরেই উঠে এসেছে একাধিক ফুটবলার ৷ সতীর্থ থেকে শুরু করে ছাত্র, সবারই পছন্দের ছিলেন তিনি (Remembering Subhas Bhowmick on his demise) ৷
তাঁর হাত ধরেই ময়দানে উত্থান অ্যালভিটো ডি কুনহার ৷ গুরুর প্রয়াণে শোকস্তব্ধ তিনি ৷ অ্যালভিটো বলেন, ‘‘আমাকে ছেলের মত স্নেহ করতেন । চোট, খারাপ ফর্মে থাকাকালীন যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, তা ভুলব কী করে । বাড়িতে রেখে স্পেশাল ডায়েট এবং শরীরচর্চা করিয়ে আমাকে ফিরিয়ে ছিলেন পুরোনো ছন্দে । কয়েকদিন আগেও শুনলাম ধীরে ধীরে সুস্থ হচ্ছেন । তারপর এই মৃত্যু, সত্যি ভাবতে পারছি না । খেলোয়াড় হিসেবে অনেক বড়মাপের ছিলেন । কোচ হিসেবেও আধুনিক মনস্ক । এককথায় অসাধারণ মানুষ । জীবনে লড়াই করেছেন । ভেবেছিলাম এবারও বেরিয়ে আসবেন । কোভিড আক্রান্ত হয়েছিলেন । এখন অনেক কথাই মনে পড়ছে । মনটা খারাপ হয়ে গেল ৷’’
আরও পড়ুন : ময়দানে আসছে না ‘ভোম্বলদা’র মরদেহ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
‘‘মানুষ হিসেবে দারুণ ছিলেন । সকাল বেলা খবরটা শুনে খারাপ লাগছে । আমাদের জুনিয়রদের প্রতিষ্ঠার পেছনে অবদান রয়েছে সুভাষদার । ফুটবলার হিসেবে অনেক এগিয়ে ছিলেন । নিয়মিত ফোনে কথা হত আমাদের । কোচ হিসেবে সাফল্যের খতিয়ান প্রমাণ করে ওর যোগ্যতা । এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারছি না ৷’’ ভারাক্রান্ত গলায় স্মৃতিচারণ সুব্রত ভট্টাচার্যের ।
আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে : সুভাষ ভৌমিক