পশ্চিমবঙ্গ

west bengal

FIFA Banned AIFF ফিফায় নিষিদ্ধ ভারতীয় ফুটবল, কী বলছেন ময়দানের কর্তা ব্যক্তিরা

By

Published : Aug 16, 2022, 9:35 PM IST

কথা ছিল 15 সেপ্টেম্বরের মধ্যে কমিটি গড়ে তুলতে হবে ভারতের ফুটবল ফেডারেশনকে। যদি তা না হয় তাহলে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা নির্বাসিত হতে পারে। একথার কোনও নড়চড় হল না ৷ নির্বাচন কমিটি গড়ে তোলার যে সমসয়ীমা দেওয়া হয়েছিল তার থেকে ঠিক এক মাস আগে ফিফার তরফ থেকে জানানো হল সিদ্ধান্ত ৷ ভারতীয় ফুটবলকে ব্যান করল ফিফা। আর এনিয়ে ফুটবল মহলে উঠল সমালোচনার ঝড় (Reaction of Club Officials and IFA Secretary After FIFA Banned AIFF) ৷

ETV Bharat
ETV Bharat

কলকাতা, 16 অগস্ট: ফুটবলপ্রেমী দিবসে ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞার বেড়াজাল ফিফা-র। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার এই শাস্তিদানের সিদ্ধান্ত হঠাৎ করে নয়, বরং প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। ফলে দেশের ফুটবল নিয়ামক সংস্থার ওপর এই কষাঘাত নিয়ে কড়া সমালোচনায় ফুটবল মহল (Reaction of Club Officials and IFA Secretary After FIFA Banned AIFF)।

  • রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এ নিয়ে বলেন, "কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। তা আবার প্রমাণিত। অনুর্ধ্ব-17 ছেলেদের বিশ্বকাপের ম্যাচ আমরা দারুণ তৎপরতায় আয়োজন করেছিলাম। ফিফা আমাদের যুবভারতী স্টেডিয়ামকে সেরা বলে স্বীকৃতি দিয়েছিল। গুয়াহাটিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর বারো ঘণ্টার নোটিশে ম্যাচ আয়োজন করেছিলাম। অথচ মেয়েদের অনুর্ধ-17 বিশ্বকাপের আয়োজকদের তালিকায় কলকাতার নাম নেই। যা দেখে আমি ব্যথিত হয়েছি। আমি পক্ষ-বিপক্ষ নিয়ে কোনও মন্তব্য করব না। তবে এটুকু বলব ফিফা যে শাস্তি দিয়েছে তা ভারতীয় ফুটবলের জন্য কালো দিন। মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা যাবে না, মোহনবাগান এএফসি কাপের সেমিফাইনাল খেলতে পারবে না, যাঁরা নতুন বিদেশি ফুটবলার নিয়ে আসার চেষ্টা করছেন সেটাও ধাক্কা খাবে। তাই বলব পদের মোহ না করে ফুটবলের স্বার্থ ভাবা হোক।"
  • আইএফএ-এর সচিব অনির্বাণ দত্ত জানান, অবশ্যই খারাপ খবর। কালো দিন অবশ্যই। বিশ্বকাপ চলে যাওয়ার চেয়েও ঘরোয়া ফুটবলের সর্বস্তরে এই শাস্তির আঘাত পড়বে। তাই কীভাবে দ্রুত বিষয়টির নিষ্পত্তি করা যায়, ফিফার নির্দেশ মানার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছনো যায় তা দেখা উচিত। না হলে ভারতীয় ফুটবলের ক্ষতি হবে।

আরও পড়ুন:ফিফার চরম শাস্তির কোপে এআইএফএফ, সংকট নিয়ে কী বলছেন বাইচুং

  • এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান উষানাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভারতীয় ফুটবলের বড় ধাক্কা। বিষয়টি যেদিকে এগোচ্ছিল এটাই প্রত্যাশিত ছিল। ফিফা যে গাইডলাইন দিয়েছে তা মেনে নিলেই সমস্যা দূর হবে। সিইওর বিষয়টি মেটানো সম্ভব হলেও ফুটবলারদের ভোটদানের অধিকারের বিষয়টি না মিটলে অস্থায়ী নির্বাসন দীর্ঘায়িত হবে। তাই এই দিকটা মাথায় রাখতে হবে যে কী করে সমস্যাটা মেটানো যায়।
  • মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্তের বক্তব্যেও চিন্তার ছাপ স্পষ্ট ৷ তিনি জানান, এই অবস্থায় আমাদের ক্লাবের তো ভগবানের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনও উপায় নেই। অবশ্যই বড় ধাক্কা ভারতীয় ফুটবলের জন্য। যাঁরা রয়েছেন তাঁরা দয়া করে ফুটবলের স্বার্থ দেখুন ৷ নিজের চেয়ারের চেয়ে দেশের ফুটবলের স্বার্থ অনেক বড়। আমরা এএফসি কাপ সেমিফাইনাল খেলতে যাচ্ছি এবং সেটা যদি না খেলা যায় তাহলে ক্ষতি হবে দেশের ফুটবলের। তাই স্বার্থ সরিয়ে সামনে তাকান।
    ফিফায় নিষিদ্ধ ভারতীয় ফুটবল, কী বলছেন ময়দানের কর্তা ব্যক্তিরা

আরও পড়ুন:তৎপর কেন্দ্রীয় সরকার, এআইএফএফ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি

  • ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারও তাঁর মতামত প্রকাশ করেছেন ৷ বলেছেন, এই শাস্তিটা দুর্ভাগ্যজনক। আগামিকাল শুনানি রয়েছে। আশা করব নিষেধাজ্ঞা উঠে যাবে।

মোহনবাগান ক্লাবের সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মতে আজকের দিন ফুটবলের কালো দিন ৷ তিনি বলেছেন, ফিফা অত্যন্ত শক্তিশালী সংগঠন। তাদের হালকাভাবে নেওয়া উচিত হয়নি। ফিফা বারবার বলা সত্ত্বেও কেউ কিছু কানে তোলেনি। তাতেই এই অবস্থা। ভারতীয় ফুটবলের কালো দিন।

ABOUT THE AUTHOR

...view details