কলকাতা, 27 জুলাই:চলতি বছর ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন রতন টাটা । প্রতিবছরের মতো আগামী 1 অগস্ট জমকালোভাবে হবে লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ৷ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠানে ভারত গৌরবে সম্মানিত হবেন বর্ষীয়ান এই বিজনেস টাইকুন ৷ সম্মান জানানো হবে ক্রীড়াজগতের একগুচ্ছ তারকা-প্রাক্তনীদেরও ৷ একইসঙ্গে, আগামী বছর ‘ভারত গৌরব’ সম্মান নীতা আম্বানিকে দেওয়ার সিদ্ধান্ত নিল লাল-হলুদ ৷
মোহনবাগান দিবসের ঠিক দু'দিন আগে রতন টাটাকে ভারত গৌরবে সম্মানিত করে লাল-হলুদ চমক দিল বলা যায় ৷ পাশাপাশি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বললেও অত্যুক্তি হয় না ৷ উল্লেখ্য, পয়লা অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এ বছর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান লাল-হলুদের। ওইদিনই জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার তরুণ বসু এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্য। বর্ষসেরা ফুটবলারের সম্মান গ্রহণ করবেন ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভা। সেরা প্রতিশ্রুতিমান ফুটবলার হয়েছেন নাওরেম মহেশ সিং। রতন টাটাকে 'ভারত গৌরব' প্রদান প্রসঙ্গে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ভারতীয় ফুটবলে রতন টাটার অবদান অনস্বীকার্য। টাটা ফুটবল অ্যাকাডেমির বহু ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে দীর্ঘদিন দাপিয়ে খেলেছেন। ভারতীয় ফুটবলেও টাটা ফুটবল অ্যাকাডেমির স্নাতকের সংখ্যা নেহাত কম নয়। তাই ক্রীড়া প্রশাসক হিসেবে রতন টাটাকে ভারত গৌরবের জন্য বেছে নেওয়া হয়েছে।