কলকাতা, 4 অক্টোবর : ব়্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন সৃজিত পাল এবং স্নেহা হালদার ৷ সাড়ে সাত পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সৃজিত ৷ কলকাতায় আয়োজিত হয়েছিল দু’দিন ধরে চলা এই ব়্যাপিড চেস টুর্নামেন্টের ৷ গ্লোবাল চেস ফাউন্ডেশন এবং বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে 210 জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৷
হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মেদিনীপুর, মালদা, আলিপুরদুয়ার থেকে দাবাড়ুরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ৷ সিনিয়র, অনুর্ধ্ব সাত, নয়, এগারো, তেরো এই পাঁচটি বিভাগের সফল দাবাড়ুরা বাংলার হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে প্রতিনিধিত্ব করবেন ৷ আর্ন্তজাতিক মাস্টার সৃজিত পাল এবং বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা স্নেহা হালদার ছিলেন এই প্রতিযোগিতার বড় নাম ৷ দু’জনেই ওপেন বিভাগে খেতাব জিতেছেন ৷