পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rapid Chess Championship: কলকাতায় আয়োজিত হল ব়্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ - Sneha Halder

ব়্যাপিড চেস চ্যাম্পিয়নশিপের সফল আয়োজন কলকাতায় ৷ সাড়ে সাত পয়েন্ট পেয়ে টুর্নামেন্টের ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সৃজিত পাল ৷ গ্লোবাল চেস ফাউন্ডেশন এবং বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই দাবা প্রতিযোগিতার ৷

rapid-chess-championship-tournament-organised-by-global-chess-foundation-and-bengal-chess-association-in-kolkata
কলকাতায় আয়োজিত হল ব়্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ

By

Published : Oct 4, 2021, 1:12 PM IST

কলকাতা, 4 অক্টোবর : ব়্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন সৃজিত পাল এবং স্নেহা হালদার ৷ সাড়ে সাত পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সৃজিত ৷ কলকাতায় আয়োজিত হয়েছিল দু’দিন ধরে চলা এই ব়্যাপিড চেস টুর্নামেন্টের ৷ গ্লোবাল চেস ফাউন্ডেশন এবং বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে 210 জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৷

হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মেদিনীপুর, মালদা, আলিপুরদুয়ার থেকে দাবাড়ুরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ৷ সিনিয়র, অনুর্ধ্ব সাত, নয়, এগারো, তেরো এই পাঁচটি বিভাগের সফল দাবাড়ুরা বাংলার হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে প্রতিনিধিত্ব করবেন ৷ আর্ন্তজাতিক মাস্টার সৃজিত পাল এবং বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা স্নেহা হালদার ছিলেন এই প্রতিযোগিতার বড় নাম ৷ দু’জনেই ওপেন বিভাগে খেতাব জিতেছেন ৷

আরও পড়ুন : Manu Bhaker : বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের হ্যাটট্রিক ভারতীয় শ্যুটারের

অন্যিদকে, অনুর্ধ্ব সাত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নরেন্দ্রকুমার আগরওয়াল ৷ অনুর্ধ্ব নয় বিভাগে সেরা পরমনাথ মিত্র ৷ অনুর্ধ্ব 11 এবং 13 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিশান দেবনাথ ও অগ্নিম দত্ত ৷ প্রতিযোগিতা ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে ৷ করোনা পরিস্থিতি কাটিয়ে ইনডোর গেমের মাধ্যমে স্বাভাবিকতায় ফেরার চেষ্টা করা হচ্ছে ৷ এই টুর্নামেন্টের আয়োজন সেই স্বাভাবিকতার পথে দৃঢ় পদক্ষেপ বলে জানাচ্ছেন আয়োজকরা ৷ আগামী দিনেও বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা ৷

আরও পড়ুন : State Championship : রাজ্য সেরা পয়মন্তী ও আকাশ, দ্বিমুকুট অঙ্কুর-সানভির

ABOUT THE AUTHOR

...view details