গুড়াপ, 30 অগস্ট: কলকাতা লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে রঞ্জন ভট্টাচার্য ৷ 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন সার্দান সমিতি ফুটবল ক্লাবের তিন কর্মকর্তা । ক্লাবের কোচ রঞ্জন ভট্টাচার্য ছাড়াও তাঁদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি প্রণব মুখোপাধ্যায় ও কর্মকর্তা সৌরভ পাল ।
বুধবার দুর্গাপুরে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাদার্ন সমিতি ও পাঠচক্র ৷ সাদার্ন সমিতির খেলোয়াড়েরা গতকালই সেখানে পৌঁছে গিয়েছিলেন । এদিন সকালে কলকাতা থেকে একটি চারচাকা করে দুর্গাপুর যাচ্ছিলেন কোচ ও কর্মকর্তারা । গুড়াপ থানার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক । প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার পর একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে গাড়িটি । তাতেই কোচ-কর্মকর্তারা আহত হন । গুরুতর আহত হয়েছেন কর্মকর্তা-চিকিৎসক প্রণব মুখোপাধ্যায় । আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।
আরও পড়ুন: মুম্বই হার্ডল টপকে ডুরান্ডের শেষ চারে সবুজ-মেরুনও