পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranjan Bhattacharya: দুর্ঘটনার কবলে সার্দান সমিতির কোচ রঞ্জন ভট্টাচার্য, আহত ক্লাব কর্তারাও - কলকাতা লিগের ম্যাচ

ডিভাইডারে ধাক্কা মারার পর একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে গাড়িটি । দুর্ঘটনায় তিনজনই কমবেশি আহত হয়েছেন । রঞ্জন ভট্টাচার্যেরও একাধিক জায়গায় চোট ছিল ৷ তবে এখন প্রত্যেকেই স্থিতিশীল ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 6:40 PM IST

গুড়াপ, 30 অগস্ট: কলকাতা লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে রঞ্জন ভট্টাচার্য ৷ 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন সার্দান সমিতি ফুটবল ক্লাবের তিন কর্মকর্তা । ক্লাবের কোচ রঞ্জন ভট্টাচার্য ছাড়াও তাঁদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি প্রণব মুখোপাধ্যায় ও কর্মকর্তা সৌরভ পাল ।

বুধবার দুর্গাপুরে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাদার্ন সমিতি ও পাঠচক্র ৷ সাদার্ন সমিতির খেলোয়াড়েরা গতকালই সেখানে পৌঁছে গিয়েছিলেন । এদিন সকালে কলকাতা থেকে একটি চারচাকা করে দুর্গাপুর যাচ্ছিলেন কোচ ও কর্মকর্তারা । গুড়াপ থানার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক । প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার পর একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে গাড়িটি । তাতেই কোচ-কর্মকর্তারা আহত হন । গুরুতর আহত হয়েছেন কর্মকর্তা-চিকিৎসক প্রণব মুখোপাধ্যায় । আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন: মুম্বই হার্ডল টপকে ডুরান্ডের শেষ চারে সবুজ-মেরুনও

দুর্গাপুরের এরিয়ানের টাউনশিপের মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল ৷ এই প্রথম পশ্চিম বর্ধমানে কলকাতা লিগের খেলা ৷ ফলে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্তও ৷ দুর্গাপুরে যাওয়ার পথে হাসপাতালে যান তিনিও ৷ সাদার্নের কোচ-কর্মকর্তাদের দেখে দুর্গাপুরে ম্যাচে যোগ দেন ৷ ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার, সমরেশ (পিন্টু) চৌধুরীরাও ৷ ম্যাচে 4-1 গোলে সার্দান সমিতিকে হারিয়ে দেয় পাঠচক্র ৷

আইএফএ সচিব জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় তিনজনই কমবেশি আহত হয়েছেন । তবে এখন প্রত্যেকেই স্থিতিশীল । প্রণবের মাথায় সেলাই করা হয়েছে, চোট গুরুতর কি না, বুঝতে সিটি স্ক্যান করতে হয়েছে । কিন্তু তাতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি । সৌরভের হাতে চোট লেগেছে । রঞ্জন ভট্টাচার্যেরও একাধিক জায়গায় চোট ছিল ৷ হাসপাতালে ভর্তি না-করতে হলেও দুর্গাপুরের ম্যাচে কেউই যেতে পারেননি ৷ কলকাতায় ফিরে এসেছেন ৷

আরও পড়ুন: দু'গোলে পিছিয়ে পড়ে স্মরণীয় প্রত্যাবর্তন, টাইব্রেকারে জিতে 19 বছর পর ডুরান্ড ফাইনালে লাল-হলুদ

ABOUT THE AUTHOR

...view details